আগস্ট ২৩, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • এফ-১৬ পেতে হলে ইউক্রেনের পাইলটদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হল্যান্ড এবং ডেনমার্ক অনুরোধ জানিয়েছে তবে এই জঙ্গিবিমান হাতে পাওয়ার জন্য ইউক্রেনকে কিছু শর্ত পূরণ করতে হবে। এজন্য অবশ্যই ইউক্রেনের পাইলটদেরকে ইংরেজি ভাষা শিখতে হবে।

সোমবার এক ব্রিফিংয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এসব কথা বলেন।

তিনি বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ইউক্রেনকে এই বিমান দেয়া হলেও দেশটির পাইলটদেরকে ইংরেজি ভাষা জানার শর্ত পূরণ করতে হবে। সাবরিনা সিং বলেন, ইউক্রেনের পাইলটদের ইংরেজি ভাষা জানা গুরুত্বপূর্ণ বিষয় এবং এইজন্য বিমান হস্তান্তর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হবে।

চলতি আগস্ট মাসের প্রথম দিকে মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছিল, ইউরোপীয় কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করতে চায় কিন্তু এক্ষেত্রে ভাষা বাধা হয়ে দাঁড়াতে পারে। পলিটিকো বলছে, প্রথম ধাপে ইউক্রেন ২০ জন পাইলটের তালিকা দিয়েছে যার মধ্যে মাত্র আটজন প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছে।
সাবরিনা সিং বলেন, "যখন শর্ত পূরণ হবে এবং প্রশিক্ষণ শেষ হবে তখন আমরা ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার পর্যায়ে যেতে পারবো।"

পাশাপাশি তিনি একথাও জানান যে, কিয়েভ যত পাইলটকে প্রশিক্ষণের জন্য ডেনমার্ক এবং নেদারল্যান্ডে পাঠাতে চায় তাদের সবাইকে একসাথে এ দুই দেশ প্রশিক্ষণ দিতে সক্ষম নয়। সে ক্ষেত্রে আমেরিকা নিজেই তাদের প্রশিক্ষণ দিতে পারে। বিষয়টি সম্পূর্ণভাবে ইউক্রেনের উপর নির্ভর করছে। মোট কতজন পাইলটকে এফ-১৬ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দিতে চায় বিষয়টি তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে; যদিও এ পর্যন্ত তারা সম্ভাব্য পাইলটের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ