ইসরাইলি প্রধানমন্ত্রীর হুমকির জবাব দিল হামাস
প্রতিরোধ যোদ্ধাদের ক্ষতি হলে কঠোরতম জবাব দেব: হামাস
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতাদের হত্যা করার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।
গাজা-ভিত্তিক সংগঠনটি বলেছে, তেল আবিব তেমন কোনো ধৃষ্ঠতা দেখালে তাকে ‘কঠোরতম’ জবাবের মুখোমুখি হতে হবে।
নেতানিয়াহু গতকাল (রোববার) হামাসের রাজনৈতিক শাখার উপ প্রধান সালেহ আল-আরোরিসহ অন্যান্য হামাস নেতাকে হত্যা করার হুমকি দেন। জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ইসরাইল বিরোধী প্রতিশোধমূলক হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুদ্ধবাজ নেতানিয়াহু ওই হুমকি দিয়েছেন।
হামাস রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাল্টা জবাব দিয়ে বলেছে, এটি নেতানিয়াহুর একটি ‘ফাঁপা বুলি’ যা দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের ভয় দেখানো যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সালেহসহ সকল প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে জীবন উৎসর্গ করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কাজেই হত্যা করার হুমকি দিয়ে ফিলিস্তিনিদের মনোবল টলানো সম্ভব নয়। জেরুজালেম আল-কুদস ও আল-আকসা মসজিদ পুনরুদ্ধার না করা পর্যন্ত দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চলবে।
হামাসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলনের মুখে দিশেহারা হয়ে পড়া ইসরাইল যেন একথা জেনে রাখে যে, প্রতিরোধ যোদ্ধাদের কোনোরকম ক্ষতি করা হলে কঠোরতম উপায়ে তার জবাব দেয়া হবে।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।