ইউক্রেনের ব্যাপকভিত্তিক ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i127496-ইউক্রেনের_ব্যাপকভিত্তিক_ড্রোন_হামলা_প্রতিহত_করল_রাশিয়া
রাশিয়ার পাঁচটি অঞ্চলে ইউক্রেনের ব্যাপকভিত্তিক ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা জোরদারের চেষ্টা করছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ৩০, ২০২৩ ১৯:২৫ Asia/Dhaka
  • ইউক্রেনের ব্যাপকভিত্তিক ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

রাশিয়ার পাঁচটি অঞ্চলে ইউক্রেনের ব্যাপকভিত্তিক ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা জোরদারের চেষ্টা করছে।

তবে রাশিয়ার সেনারা বলছে, আজ (বুধবার) সকালে ইউক্রেন এ যাবতকালের সবচেয়ে বড় হামলার চেষ্টা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলার প্রচেষ্টা ব্যর্থ করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

বিবৃতিতে বলা হয়েছে, মস্কো, ওরিয়ল, কালুগা, রিয়াজান এবং ব্রাইনস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তবে, পিস্কভ অঞ্চলের একটি বিমানবন্দরের ওপর ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত হয়েছে। একমাত্র সেখানেই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পিসকভ অঞ্চলের ওই বিমানবন্দরে ব্যাপকভাবে আগুন লেগে যায় এবং চারটি আইএল-৭৮ পরিবহন বিমান ধ্বংস হয়।

পিসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেরনিকভ ওই বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন তিনি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ থেকে দেখা যাচ্ছে, পিসকভ বিমানবন্দর থেকে গাঢ় কালো ধোয়া উড়ছে এবং মারাত্মকভাবে আগুন ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।