ইউক্রেনের নৌ-ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i128084-ইউক্রেনের_নৌ_ড্রোন_এবং_ড্রোন_ধ্বংস_করেছে_রাশিয়া
ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ১১টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ওই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৬:৩৯ Asia/Dhaka
  • ইউক্রেনের নৌ-ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ১১টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ওই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।

তাস বার্তা সংস্থা আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের অন্তত ১১ টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তাস জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে,ইউক্রেনের সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি নৌবহরেও নৌ-ড্রোন এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ 'ভ্যাসিল বাইকভ' ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন গতকালও ক্রিমিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেভাস্তোপল শহরের জাহাজ মেরামত পরিষেবা অঞ্চলে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য ৭টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। বাকি ক্রুজ মিসাইলগুলো মেরামতাধীন দুটি জাহাজে আঘাত হেনেছে।

ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নৌ-ড্রোন এবং ড্রোন হামলা চালিয়েছে। ওইসব ড্রোনের বেশিরভাগই ধ্বংস করেছে রাশিয়া।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।