সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১২:৫৮ Asia/Dhaka
  • মস্কো ও ক্রিমিয়া উপত্যকার আকাশে ইউক্রেনের ড্রোন হামলা ব্যর্থ

রাশিয়ার রাজধানী মস্কো ও ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) বলেছে, মস্কো অভিমুখে দু’টি এবং ক্রিমিয়া উপত্যকার বিভিন্ন টার্গেটে হামলা চালাতে পাঠানো অন্তত ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ (রোববার) সকালে এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, মস্কোর পশ্চিম অংশের ইস্ত্রা এলাকার আকাশে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। 

ভোররাত পৌনে ২টায় ওই হামলা ব্যর্থ করার কয়েক ঘণ্টা পর নগরীর দোমোদেভোদো এলাকায় আরেকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ সময় মস্কোর দোমোদেভোদো, শেরেমেতিভো এবং ভেনুকোভো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত সোয়া ১টায় ক্রিমিয়ার আকাশে দু’টি ড্রোন ধ্বংস করা হয়। এরপর পৌনে ২টা থেকে সোয়া ২টা পর্যন্ত সময়ের মধ্যে ক্রিমিয়া উপত্যকার অদূরে কৃষ্ণসাগরের আকাশে আরো চারটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে। তবে এসব ড্রোনের বেশিরভাগ আকাশেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ