ইউরোপীয় ইউনিয়নের কোনো সাহায্যের প্রয়োজন আমাদের নেই: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i128292-ইউরোপীয়_ইউনিয়নের_কোনো_সাহায্যের_প্রয়োজন_আমাদের_নেই_তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন তুরস্কের নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেলে তুরস্ক সেটাকে স্বাগত জানাবে বলে তিনি উল্লেখ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৮:৫২ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন তুরস্কের নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেলে তুরস্ক সেটাকে স্বাগত জানাবে বলে তিনি উল্লেখ করেন।

আমেরিকার কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেন।

তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে বিভিন্ন দেশের গড়িমসির সমালোচনা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গিগত বিষয়ের কারণে গত কয়েক দশকেও তুরস্ককে সদস্য করা হয়নি।

১৯৭৮ সালের ১৪ এপ্রিল তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত নানা অজুহাতে দেশটিকে এই জোটের বাইরে রাখা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এর আগে একবার বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে নানা অজুহাত সামনে আনা হচ্ছে।

এদিকে, মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এরদোগান ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে বলেছেন, তুরস্কের সরকারবিরোধীদের বিক্ষোভ ও তৎপরতা বন্ধের বিষয়ে সুইডেন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।