ইউক্রেনের জন্য বড় রকমের বাজেট কাটছাঁটের প্রস্তাব মার্কিন আইন প্রণেতাদের
https://parstoday.ir/bn/news/world-i128626-ইউক্রেনের_জন্য_বড়_রকমের_বাজেট_কাটছাঁটের_প্রস্তাব_মার্কিন_আইন_প্রণেতাদের
ইউক্রেনের জন্য বড় রকমের তহবিল কাটছাঁটের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যখন বাজেট স্বল্পতার জন্য মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এই তহবিল কাটছাঁটের প্রস্তাব দেয়া হলো। অবশ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আমেরিকার পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৭:০১ Asia/Dhaka
  • ইউক্রেনের জন্য বড় রকমের বাজেট কাটছাঁটের প্রস্তাব মার্কিন আইন প্রণেতাদের

ইউক্রেনের জন্য বড় রকমের তহবিল কাটছাঁটের প্রস্তাব দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। যখন বাজেট স্বল্পতার জন্য মার্কিন সরকারের কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এই তহবিল কাটছাঁটের প্রস্তাব দেয়া হলো। অবশ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আমেরিকার পক্ষ থেকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।

মার্কিন সরকারের হাতে এ মুহূর্তে যে অর্থ রয়েছে তা দিয়ে মাত্র আর কয়েকদিন চলা যাবে। এ অবস্থায় মার্কিন কংগ্রেসের দুই দলই মনে করছে, ইউক্রেনের জন্য সর্বাত্মক সমর্থন তাদের নিজেদের জন্য ক্ষতির কারণ হবে।
আসন্ন শাটডাউন এড়ানোর জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের আইন প্রণেতারা গতকাল (মঙ্গলবার) আপোষরফার সিদ্ধান্ত পৌঁছেছেন। সে অনুযায়ী মার্কিন কংগ্রেস এখন আড়াই হাজার কোটি ডলারের জায়গায় ইউক্রেনকে ৬২০ কোটি ডলার দেয়ার বিষয়ের সমঝোতায় পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল অর্থ সহায়তার বিরোধিতা করে রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর র‍্যান্ড পল বলেছেন, “আমাদের দেশকে দেউলিয়া করে ইউক্রেনে অর্থ পাঠানোর কোনো মানে হয় না।”#
পার্সটুডে/এসআইবি/২৭