আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আরো বাড়তে পারে
(last modified Sun, 08 Oct 2023 11:55:53 GMT )
অক্টোবর ০৮, ২০২৩ ১৭:৫৫ Asia/Dhaka
  • আফগান ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আরো বাড়তে পারে

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল যে সিরিজ ভূমিকম্প হয়েছে তাতে মৃতের সংখ্যা ১০০০-এ পৌঁছেছে। আফগান সরকারি কর্মকর্তারা আজ (রোববার) এই তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জানান সাইক বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি আরো বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের হেরাত ও বাদকিশ প্রদেশে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

মোল্লা সাইক বলেন, হেরাত প্রদেশের তিনটি গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে বহু মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত কত লোকের মৃত্যু হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও আপাতত মৃতের সংখ্যা ১০০০ বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

হেরাত প্রদেশের হাসপাতালগুলো গতকাল সন্ধ্যা নাগাদ আহত লোকজনে ভরে গেছে। ফলে বহু মানুষকে হাসপাতালে বাইরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।#

  • পার্সটুডে/এসআইবি/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।