হামাস-হিজবুল্লাহকে সমর্থন: সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে গ্রেফতার
https://parstoday.ir/bn/news/world-i129476-হামাস_হিজবুল্লাহকে_সমর্থন_সাবেক_ব্রিটিশ_কূটনীতিক_ক্রেইগ_মারে_গ্রেফতার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর কারণে ব্রিটেনের সাবেক কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারেকে আটক করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১২:৫২ Asia/Dhaka
  • গুস্তাভো পেত্রো
    গুস্তাভো পেত্রো

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর কারণে ব্রিটেনের সাবেক কূটনীতিক ও মানবাধিকার কর্মী ক্রেইগ মারেকে আটক করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার সমালোচনা করে সামাজিক মাধ্যমে হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানানোর পর ব্রিটিশ সরকার তাকে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় আটক করে।

আটকের আগে আইসল্যান্ডের পার্লামেন্ট ভবনের বাইরে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে তাতে অংশ নেন ক্রেইগ মারে।তিনি সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে বলেছেন, “গাজা উপত্যকায় যে গণহত্যা সংঘটিত হতে যাচ্ছে এবং তার বিরুদ্ধে হামাস ও হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা যে প্রতিবাদ গড়ে তুলবে তার প্রতি আমার সমর্থন রয়েছে। এই সমর্থন ঘোষণা যদি অপরাধ হয় তাহলে আমাকে জেলে পাঠান।”

বর্বরতা বন্ধের জন্য তিনি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজের প্রতি ভূমিকা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, গাজায় জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বর্বর অপরাধের শুধু শাস্তি নয় বরং এগুলোকে প্রতিরোধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

গাজা উপত্যকায় যখন ইহুদিবাদীরা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং প্রায় তিন হাজার মানুষ শহীদ হয়েছেন তখন ব্রিটিশ সরকার এই কূটনীতিককে আটক করল। ব্রিটিশ সরকার ইসরাইলের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে এবং ইসরাইলের সাহায্যে ভূমধ্যসাগরে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।