সামরিক সহায়তার প্রতিশ্রতি নিয়ে ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i129506-সামরিক_সহায়তার_প্রতিশ্রতি_নিয়ে_ইসরাইল_সফরে_যাচ্ছেন_বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী ইসরাইল সফরে যাচ্ছেন। এই সফরের তিনি ইসরাইলকে আরো সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১৯:৩৫ Asia/Dhaka
  • সামরিক সহায়তার প্রতিশ্রতি নিয়ে ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তেল আবিবের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী ইসরাইল সফরে যাচ্ছেন। এই সফরের তিনি ইসরাইলকে আরো সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেবেন।

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জানান, প্রেসিডেন্ট বাইডেন বুধবার ইসরাইল সফর করবেন।

ব্লিংকেন বলেন, ইসরাইলি জনগণকে রক্ষার জন্য কী প্রয়োজন- সেকথা শুনবেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরাইলের চাহিদা পূরণের জন্য মার্কিন সরকার কংগ্রেসের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন ব্লিংকেন।

ইসরাইল সফরের পর বাইডেন জর্দান যাবেন এবং সেখানে তিনি দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

বাইডেন প্রশাসন যখন ইসরাইল ও ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেয়ার জন্য কংগ্রেসের অনুমোদন নেয়ার চেষ্টা করছে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন। মার্কিন সরকার এরইমধ্যে ভূমধ্যসাগরে দুটি বিমানবাহিনী রণতরী পাঠিয়েছে। এছাড়া, ইসরাইলে দুই হাজার সেনা মোতায়েন করবে বলে ঘোষণা দিয়েছে।# 

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।