নভেম্বর ০৭, ২০২৩ ২৩:১৭ Asia/Dhaka
  • বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করা ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন
    বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করা ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন

বিশ্বকাপের ৩৯তম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া। ৯১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর প্যাট কামিন্সের সঙ্গে ২০২ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল, যাতে অস্ট্রেলিয়ান অধিনায়কের অবদান ৬৮ বলে ১২ রান।

আজ (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ম্যাক্সওয়েল বীরত্বে ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ধীরস্থির ব্যাটিংয়ে ভালো শুরু করে। ছন্দে থাকা রহমানুল্লাহ গুরবাজের যদিও হুট করেই ছন্দপতন ঘটে। স্কয়ার লেগে ক্যাচ দিয়ে গুরবাজ ফিরে যান ২৫ বলে ২ চারে ২১ রান করে। তার ওপেনিং সঙ্গী ইব্রাহিম জাদরানের অবশ্য দেখেশুনে খেলে যান। আফগানরা পাওয়ারপ্লে শেষ করে ৪৬ রানে।]ইব্রাহিম অতিরিক্ত ঝুঁকি না নিয়ে নিজের শক্তির জায়গায় থাকেন। স্ট্রাইক রোটেটের উপর গড়ে উঠা তার ইনিংসে বাউন্ডারিও আসে মাঝেমধ্যে। ৬২ বলে ফিফটি পূর্ণ করে ফেলেন এই ডানহাতি। ওয়ান ডাউনে নামা রহমত শাহ মন্থরগতিতে শুরু করেন। ২০.২ ওভারে তবু একশ পেরিয়ে যায় আফগানিস্তান। গ্লেন ম্যাক্সওয়েলের অফ স্পিনেও তারা অতটা আগ্রাসী ভূমিকায় যাননি। শতরানের পর রানের গতি কমে আসে তাই কিছুটা। রহমত যখনই এরপর গিয়ার পাল্টাতে গেছেন, মরণ দেখা দেয় তাকে। ম্যাক্সওয়েলের বলে তুলে মারতে গিয়ে সোজা লং অফের হাতে ক্যাচ দিয়ে ৪৪ বলে ৩০ রানে আউট হন রহমত।

১২১ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানরা এগিয়ে যায় ইব্রাহিমের সাথে হাসমতউল্লাহ শহিদির জুটিতে। কিন্তু অধিনায়ক শহিদিকে অজিরা বেধে রাখে শর্ট বলের ঘেরাটোপে ফেলে। ৭৩ বলে পঞ্চাশের জুটি হয়ে যায় তাদের। কিছুটা ভোগান্তিতে থাকা শহিদি রানের গতি বাড়ানোর প্রয়োজন মেটাতে গিয়ে বোল্ড হয়ে যান স্টার্কের বলে। ৪৩ বলে ২৬ রানে শহিদি আউট হওয়ার পর আজমতউল্লাহ ওমরজাই এসে আক্রমণের রঙ মাখান আফগানিস্তান ইনিংসে। তৃতীয় বলেই স্টার্ককে মারেন ছক্কা, এরপর অ্যাডাম জ্যাম্পাকে আরেকটি ছক্কার সাথে দুটি চারও আসে তার ব্যাট থেকে। ৪১তম ওভারে দুইশ পেরিয়ে যায় আফগানরা। কিন্তু ১৭ বলে ২২ রানে থাকা ওমরজাই আবার মারতে যান, ধরা খেয়ে যান বাউন্ডারিতে।

একপাশে ইব্রাহিম খেলতে থাকেন সমানতালে। ৪৪তম ওভারে শতক পেয়ে যান ১৩১ বলে। প্রথম ফিফটির পর পরের পঞ্চাশ করতে ইব্রাহিম নেন ৬৯ বল। গিয়ার পাল্টে সেঞ্চুরির পর ৩ ছক্কায় ১২ বলে আনেন ২৯ রান। ১২ রানে মোহাম্মদ নবি ২৩৩ রানে দলকে রেখে চলে যাওয়ার পর আসেন রশিদ খান। ৩ ছক্কা ও ২ চারের সাথে খেলেন ১৮ বলে ৩৫ রানের ক্যামিও। তাদের দুজনে মিলে শেষ চার ওভারে আনেন ৫৫ রান। শেষের ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া আফগান ইনিংসে শেষ দশ ওভারে আসে ৯৬ রান। ইনিংস উদ্বোধনে নামা ইব্রাহিম অপরাজিত থাকেন ১৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১২৯ রানের ইনিংস খেলে।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিড হেড ফিরে যান শূন্য করে। ৪৯ রানে ৪ উইকেট হারায় অজিরা। ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার (১৮), মিশেল মার্শ (২৪) ও জস ইংগলিস (০)। ঘুরে দাঁড়ানোর আশা দিতে পারেননি মার্নাস লাবুশানে (১৪), মার্কোস স্টইনিসরা (৬)। একশ’ রানের আগে ৭ উইকেট হারানো দলের হাল ধরেন ম্যাক্সওয়েল ও অধিনায়ক প্যাট কামিন্স।

ডানহাতি পেসার কামিন্স এক পাশ আগলে রাখেন। ৬৮ বল খেলে তিনি মাত্র ১২ রান করেন। অন্য প্রান্তে ঝড় তোলা ম্যাক্সওয়েল বুঝিয়েছেন একটি জীবনের মূল্য কত! ২৬ রানে তার ক্যাচ ফেলেছিল আফগানিস্তান। পরেই লেগ বিফোর আউট হলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। এরপর খেলেন ১২৮ বলে ২০১ রানের বিধ্বংসী, জাদুকরী, মনকাড়া ইনিংস। তার ব্যাট থেকে ২১টি চার ও ১০টি ছক্কার শট এসেছে। সেঞ্চুরি করার পরই ম্যাক্সওয়েল পিঠের ইনজুরিতে পড়েন। পরে রান নিতে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যেতে হয় এমন অবস্থাও হয়েছিল। কিন্তু দাঁতে দাঁত চেয়ে ডাবল তো দূরে যাক সিঙ্গেল রানও না নিয়ে শুধু চার-ছয় মেরে দলকে জয় এনে দিয়েছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারের আগে ১৮৬ রানের ইনিংস তো ছাড়িয়ে গেছেনই। অষ্টম উইকেট জুটিতে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২০২ রানের জুটিও গড়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। রান তাড়ায় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। সঙ্গে দলকে তুলে নিয়েছেন বিশ্বকাপের সেমিফাইনালে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ