জানুয়ারি ১৩, ২০২৪ ১২:৩৯ Asia/Dhaka
  • হাঙ্গেরির ভোটাধিকার কেড়ে নিতে ফিনল্যান্ডের পিটিশন

ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরির ভোটাধিকার কেড়ে নেয়ার বিষয়ে জোটের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা করার বিষয়ে হাঙ্গেরি যাতে বিরোধিতা করতে না পারে সেজন্য দেশটির ভোটাধিকার কেড়ে নেয়ার কথা বলা হয়েছে এ প্রস্তাবে।

ইউরোপীয় ইউনিয়নের ১২০ জন পার্লামেন্ট সদস্য এরইমধ্যে পিটিশনে সই করেছেন বলে ফিনল্যান্ডের একজন প্রভাবশালী সদস্য গতকাল (শুক্রবার) ঘোষণা দিয়েছেন।

পিটিশনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সনদের সপ্তম অনুচ্ছেদ বাতিল করতে হবে। এই অনুচ্ছেদ ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ জোটের মূল্যবোধ ধ্বংস করছে এবং মানবাধিকার, গণতন্ত্র, সমতা এবং আইনের শাসন বাধাগ্রস্ত করছে।

ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৭। এছাড়া পার্লামেন্ট মেম্বার হচ্ছে ৭০৫ জন যাদের দুই-তৃতীয়াংশ এই প্রস্তাবকে সমর্থন করলে হাঙ্গেরির ভোটাধিকার বাতিল হয়ে যাবে।

ইউরোপিয়ান পার্লামেন্টে ফিনল্যান্ডের সদস্য পেত্রি সারভামা এই পিটিশন দায়েরের উদ্যোগ নেন এবং ১২০ জন পার্লামেন্ট সদস্যের স্বাক্ষর সংগ্রহ করেন। গতকাল তিনি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন।

ফিনল্যান্ডের এই সদস্য অভিযোগ করেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে জিম্মি করে ফেলেছেন। এ অবস্থায় হাঙ্গেরি ভোটাধিকার কেড়ে নেয়াই হচ্ছে একমাত্র সমাধান।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে কিয়েভ সরকারকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। তবে প্রায়ই এ কাজে বাধা দিয়ে আসছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ