জানুয়ারি ১৮, ২০২৪ ২১:৩০ Asia/Dhaka
  • আরো কয়েক ডজন দেশ ব্রিকসে যোগ দিতে চায়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বিশ্বের প্রায় ৩০টি দেশ ব্রিকস জোটের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

২০২৩ সালে রাশিয়ার কূটনীতির ফলাফল জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ল্যাভরভ বলেন, রাশিয়ার কূটনৈতিক সফলতার সবচেয়ে বড় একটি দিক হলো ব্রিকসের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত এবং বৈশ্বিক পরিমণ্ডলে এই জোটকে শক্তিশালী করে তোলার পদক্ষেপ নেয়া।

ল্যাভরভ বলেন, বিকস জোটে বিশ্বের বহু দেশের যোগ দেয়ার আগ্রহ থেকে একথা পরিষ্কার হয় যে, এই জোটের বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটের কার্যক্রম শুরু হয় এবং ২০২৩ সালের আগস্ট মাসে এই জোটের সদস্য সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

এই জোটের নতুন সদস্য হিসেবে এরইমধ্যে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত যোগ দিয়েছে। এছাড়া, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, সেনেগাল, কিউবা, কাজাকিস্তান, বেলারুশ ও পাকিস্তান এই জোটে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। এর পাশাপাশি সিরিয়া, তুরস্ক, নিকারাগুয়া, ইন্দোনেশিয়া এবং জাম্বিয়া জোটের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে বিকস জোট যাত্রা শুরু করেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ