ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে আমেরিকা
(last modified Sat, 03 Feb 2024 03:27:40 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে আমেরিকা

ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ শুরু করার খবর দিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের ভাষায় জর্দানে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিরুদ্ধে এ হামলা চালানো হচ্ছে।

শুক্রবার রাতে তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার ইরাক ও সিরিয়ার অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। নিরাপত্তা কর্মকতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সিরিয়ার সীমান্তবর্তী পশ্চিম ইরাকে এ ধরনের একটি হামলার খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটির মরু এলাকাগুলোতে এবং ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন আগ্রাসনে বেশ কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।

এর আগে গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানের হামলার প্রতিশোধ নেয়ার ‘সিদ্ধান্ত নিয়েছেন’ বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেন।  তিনি আরো বলেন, ওই হামলার অস্ত্রসস্ত্র ইরান সরবরাহ করেছে বলে হামলার জন্য তিনি ইরানকেই দায়ী করছেন।

তবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোর সংঘাতে ইরান জড়িত নয় বরং এসব সংগঠন সম্পূর্ণ নিজস্ব সিন্ধান্তে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কারো সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছে তার দেশের নেই। তবে ইরানের স্বার্থে আঘাত ঘানলে উপযুক্ত জবাব দেবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ