দুই দিনে তিনবার পিছানো হলো মামলার শুনানি, আগামীকাল হওয়ার কথা
https://parstoday.ir/bn/news/event-i143490-দুই_দিনে_তিনবার_পিছানো_হলো_মামলার_শুনানি_আগামীকাল_হওয়ার_কথা
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা মামলার শুনানি আবারো পিছিয়ে গেল। এ নিয়ে দু’দিনে তিন বার পিছোল শুনানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৬, ২০২৪ ১৯:৩০ Asia/Dhaka
  • দুই দিনে তিনবার পিছানো হলো মামলার শুনানি, আগামীকাল হওয়ার কথা

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা মামলার শুনানি আবারো পিছিয়ে গেল। এ নিয়ে দু’দিনে তিন বার পিছোল শুনানি।

আজ (বুধবার) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আাগমীকাল হবে বলে জানিয়েছেন তিনি। তবে সকালে না দুপুরে, কখন শীর্ষ আদালত আরজি কর মামলার শুনানি হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে কোর্টকে সময় জানাতে বলেছেন প্রধান বিচারপতি।

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মামলাটি সে দিন শুনানি হয়নি। বলা হয়, বুধবার সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। কিন্তু বুধবার সকালে বেঞ্চ বসলেও আরজি কর মামলা শুনানির জন্য ওঠেনি। পরে জানা যায়, বুধবার বিকেল ৩টেয় এই সংক্রান্ত শুনানি শুরু হবে।সেটিও পিছিয়ে আগামীকাল বৃহষ্পতিবার হবে বলে কথা রয়েছে।#

পার্সটুড/জিএআর/৬