পাকিস্তানের নির্বাচন বাতিল চেয়ে আদালতে রিট পিটিশন
(last modified Fri, 16 Feb 2024 13:05:06 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • পাকিস্তান সুপ্রিম কোর্ট
    পাকিস্তান সুপ্রিম কোর্ট

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা বাতিল চেয়ে দেশের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।

বেঞ্চের অপর দুই সদস্য থাকবেন বিচারপতি মোহাম্মদ আলী মাজহার এবং বিচারপতি মোশারাত হিলালি। পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন-ইসিপি এবং ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। 

আলী খান নামে এক নাগরিক ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়ার জন্য আদালতে আবেদন করেছেন। "নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে" বিচার বিভাগের তত্ত্বাবধানে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তিনি। এছাড়া, এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের উপর স্থগিতাদেশ চেয়েছেন আলী খান।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি আসন, নওয়াজ শরীফের মুসলিম লীগ ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসন লাভ করে। পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পরাজিত প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।