জার্মান চ্যান্সেলরসহ সিনিয়র রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/world-i134838-জার্মান_চ্যান্সেলরসহ_সিনিয়র_রাজনীতিবিদদের_বিরুদ্ধে_মামলা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে সহযোগিতা করার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলযসহ কয়েকজন সিনিয়র পর্যায়ের রাজনীতিবিদের বিরুদ্ধে দেশটির আইনপ্রণেতারা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ২০:০০ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলরসহ সিনিয়র রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে সহযোগিতা করার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলযসহ কয়েকজন সিনিয়র পর্যায়ের রাজনীতিবিদের বিরুদ্ধে দেশটির আইনপ্রণেতারা মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে।

জার্মান ফেডারেল প্রসিকিউটরের কাছে দায়ের করা এই মামলায় আইন প্রণেতারা অভিযোগ করেছেন যে, গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ ও গণহত্যা সংঘটিত করার ক্ষেত্রে ওলাফ শোলয এবং এসব সিনিয়র রাজনীতিবিদ সহযোগিতা করেছেন। এই মামলায় জার্মানির কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদের কয়েকজন সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে। জার্মানির এ সংস্থাটি সরাসরি দেশের জাতীয় নিরাপত্তা ও অস্ত্র রপ্তানির নীতি ঠিক করে।

মামলায় ওলাফ শোলযের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক, অর্থমন্ত্রী রবার্ট হাবেক, ফাইনান্স মিনিস্টার ক্রিশ্চিয়ান লিন্ডনারসহ এবং আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।