শাহবাজ শরীফকে অভিনন্দন জানালেন রায়িসি
পাকিস্তানের সাথে সর্বাত্মক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। শাহাবাজ শরীফ দ্বিতীয় দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট রায়িসি তাকে টেলিফোন করে আজ (মঙ্গলবার) অভিনন্দন জানান।
টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রীকে বলেন, ইসলামাবাদের সাথে সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক শুধু প্রতিবেশী সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং দুপক্ষের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার পদক্ষেপকে ইরান স্বাগত জানায়।
তিনি আরো বলেন, ইরান প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার ও গভীর করার নীতি অনুসরণ করে। পাকিস্তানের নতুন সরকার দেশকে আরো অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারবে বলেও তিনি আশা করেন।
ফোনালাপে পাক প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আশা করেন, সব ক্ষেত্রে দু'দেশের মধ্যকার সম্পর্ক আরো বেশি জোরদার হবে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান এবং ইরান তাদের গভীর বন্ধুত্বের ওপর ভিত্তি করে দ্বিপক্ষীয় স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।