ওয়াটারবোর্ডিং পুনরায় প্রয়োগের আহ্বান জানালেন ডোনাল্ড ট্র্যাম্প
(last modified Sat, 02 Jul 2016 12:21:08 GMT )
জুলাই ০২, ২০১৬ ১৮:২১ Asia/Dhaka
  • ওয়াটারবোর্ডিং পুনরায় প্রয়োগের আহ্বান জানালেন ডোনাল্ড ট্র্যাম্প

মার্কিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্র্যাম্প সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে ওয়াটারবোর্ডিং বা পানিতে চুবানোর নির্যাতন পদ্ধতি পুনরায় প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন দৈনিক দি হিল জানিয়েছে ডোনাল্ড ট্র্যাম্প বলেছে, আগুনের বিরুদ্ধে লড়তে হলে আগুনই ব্যবহার করতে হবে। মার্কিন অঙ্গরাজ্য ওহাইও’তে তিনি এ মন্তব্য করেন। তিনি জনগণের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা ওয়াটার বোর্ডিং বা পানিতে চুবানো নিয়ে কি ভাবছেন? তারপর নিজেই এ প্রশ্নের জবাবে বলেন, তিনি এ পদ্ধতি খুবই পছন্দ করেন। নির্যাতন হিসেবে এ পদ্ধতি তেমন মারাত্মক কঠোর কিছু নয় বলেও মনে করেন তিনি। ট্র্যাম্প আরো বলেন, দায়েশরা শিরোচ্ছেদ করে হত্যা করতে বা ইস্পাতের খাঁচায় পুরে ডুবিয়ে বা সেভাবে খুশি মানুষ মারতে পারে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সন্দেহভাজন সন্ত্রাসী হামলকারীদের বিরুদ্ধে কুখ্যাত ওয়াটারবোর্ডিং পদ্ধতি প্রয়োগ করেছে। ২০০৬ সালে মার্কিন সরকার এ পদ্ধতি প্রয়োগ করাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২