ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
(last modified Sun, 10 Mar 2024 15:25:17 GMT )
মার্চ ১০, ২০২৪ ২১:২৫ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থন অব্যাহত রয়েছে: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিটজো চলমান ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের কৌশলের সমালোচনা করে বলেছেন যে পশ্চিমারা এই যুদ্ধের প্রতি এখনো দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের সমর্থনের বার্তা ২০২২ সালে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই সময় কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে নিরুৎসাহিত করে বলেছিল, "আমরা রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনের যুদ্ধ ব্যবহার করব, আমরা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেব এবং রাশিয়াকে আন্তর্জাতিকভাবে দুর্বল করার জন্য দেশটির ওপর আমরা নিষেধাজ্ঞা দেব।"  এ  প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের জানা উচিত যে এটি রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিকভাবে কাজ করবে না।

স্লোভাকের প্রধানমন্ত্রীর আরো বলেন, মস্কো কিয়েভের মাধ্যমে মুক্ত করা অঞ্চলের  চেয়ে বেশি অঞ্চল তার নিয়ন্ত্রণে রয়েছে। এমন কি  রাশিয়ায় কোনও অর্থনৈতিক পতন ঘটেনি এবং পুতিনের সমর্থন হ্রাস পায় নি।

স্ট্রানা টুডে-এর প্রতিবেদন অনুসারে, তিনি এর আগে বলেছিলেন যে রাশিয়াকে পরাজিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করেনি এবং এর ফলে হাজার হাজার ইউক্রেনীয় এবং রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/১০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।