গাজায় নিজের অপরাধযজ্ঞের তদন্ত করতে দিচ্ছে না ইসরাইল: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i135544-গাজায়_নিজের_অপরাধযজ্ঞের_তদন্ত_করতে_দিচ্ছে_না_ইসরাইল_রাশিয়া
রাশিয়া অভিযোগ করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যেসব ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে তদন্তকাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে তেল আবিব। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপ রাষ্ট্রদূত মারিয়া জাবোলোস্কায়া এ অভিযোগ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৩, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • মারিয়া জাবোলোস্কায়া
    মারিয়া জাবোলোস্কায়া

রাশিয়া অভিযোগ করেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যেসব ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে তদন্তকাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে তেল আবিব। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রুশ উপ রাষ্ট্রদূত মারিয়া জাবোলোস্কায়া এ অভিযোগ করেন।

তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞের স্বরূপ উন্মোচনের যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাবে রাশিয়া।  রুশ কূটনীতিক বলেন, “এ কাজে জাতিসংঘ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে না বলে আমরা নিশ্চিত। গাজায় হাজার হাজার মানুষ নিহত হচ্ছে। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে’র তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় এখন গণহত্যা চলছে।”

মারিয়া বলেন, গাজা উপত্যকার তথ্য সংগ্রহ করার জন্য জাতিসংঘের নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এবং ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে।

ফিলিস্তিনি জনগণের ওপর বছরের পর বছর ধরে চলা ইসরাইলি গণহত্যা ও দমন অভিযানের প্রতিবাদে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে হামাস’সহ গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। ওই দিন থেকেই গাজার ওপর ভয়াবহ পাশবিকতা শুরু করে ইসরাইল।

গাজায় গত ১৫৮ দিনের ইসরাইলি গণহত্যা অভিযানে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া, এই উপত্যকার ওপর ভয়াবহ অবরোধ আরোপ করে গাজাবাসীকে অনাহারে হত্যা করার চেষ্টা করছে তেল আবিব। এ পর্যন্ত সেখানকার বেশ কিছু নবজাতক ও শিশু অনাহারে প্রাণ হারিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।