মার্চ ১৮, ২০২৪ ১০:২৪ Asia/Dhaka
  • ইলন মাস্ক আমেরিকার জন্য গোয়েন্দা উপগ্রহ তৈরি করছেন

বার্তা সংস্থা রয়টার্স ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এক্স সোশ্যাল নেটওয়ার্কের (আগের টুইটার) মালিক ইলন মাস্ক মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার জন্য শত শত গোয়েন্দা উপগ্রহ নির্মাণ করছেন।

সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স সম্প্রতি ‘ইউএস ন্যাশনাল রিকনেসান্স’ দপ্তরের সঙ্গে একটি গোপন চুক্তি স্বাক্ষর করেছে।

‘স্টারশিল্ড’ স্পাই স্যাটেলাইটগুলির প্রোটোটাইপগুলোকে অন্যান্য উপগ্রহের সঙ্গে ফ্যালকন ৯ লঞ্চারের মাধ্যমে মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স ।

ইলন মাস্ক ও নেতানিয়াহু

এসব সূত্রের মতে, স্টারশিল্ড স্যাটেলাইটগুলি পৃথিবীর নিম্ন কক্ষপথে কাজ করে এবং ভূপৃষ্ঠের ছবি তোলার ক্ষমতা রাখে।

ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছিল যে, স্পেসএক্স একটি অজ্ঞাত গোয়েন্দা সংস্থার সাথে ১৮০ কোটি ডলারের একটি গোপন চুক্তি করেছে।  তবে এ চুক্তি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৮

ট্যাগ