এপ্রিল ০৬, ২০২৪ ১৮:১৭ Asia/Dhaka
  • লেবাননে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ চলাকালে মুখে ফিলিস্তিনি পতাকা আঁকা একটি বৈরুতি মেয়ে। (MOHAMED AZAKIR/REUTERS)
    লেবাননে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ চলাকালে মুখে ফিলিস্তিনি পতাকা আঁকা একটি বৈরুতি মেয়ে। (MOHAMED AZAKIR/REUTERS)

পার্সটুডে- আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে পার্সটুডের নির্বাচিত এই ফটো ফিচারে, বিশ্বজুড়ে ফিলিস্তিন সমর্থক নারীদের তৎপরতা লক্ষণীয়।

স্পেনের মাদ্রিদে, ফিলিস্তিনের সমর্থনে প্ল্যাকার্ড সহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী (Senhan Bolelli/Anadolu)
দক্ষিণ আফ্রিকার ডারবানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ চলাকালে এক তরুণ কর্মী তার চেহারায় ফিলিস্তিনি পতাকা আঁকছেন। (Rajesh Jantilal/AFP)
বোস্টনের কোপলি স্কোয়ারে ফিলিস্তিন এবং গাজার সমর্থনে আয়োজিত এক সমাবেশ ও মিছিল চলাকালে ছোট্ট একটি মেয়ে ফিলিস্তিনি পতাকা নাড়ছে। Amanda Sabga/Boston Herald
ইসরাইলি অপরাধের নিন্দা জানাতে অনুষ্ঠিত প্রতিবাদ-বিক্ষোভে অস্ট্রেলিয় মা ও ছেলে
ফিলিস্তিনের পতাকা হাতে ত্রিপোলির অধিবাসী এক লিবিয়ান মেয়ে (Mucahit Aydemir/Anadolu)
অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। (JESSICA RINALDI/THE BOSTON GLOBE/GETTY IMAGES)
ইসরাইলি গণহত্যা এবং অপরাধের বিরুদ্ধে প্রতিবাদকারী একটি মেয়েকে সতর্ক করছে লন্ডন পুলিশ (Henry Nicholls/AFP)
ফিলিপাইনের কুইজন সিটিতে বিক্ষোভের সময় ফিলিস্তিনপন্থী একটি মেয়ে তার অঙ্কিত হাত উর্ধ্বে তুলে ধরেছে। (Rolex Dela Pena/EPA)
ইরানি ইহুদি মেয়েদের বিক্ষোভ এবং ইসরাইলের অপরাধ ও গণহত্যার নিন্দা

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ