এপ্রিল ১৫, ২০২৪ ১৩:১২ Asia/Dhaka
  • রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
    রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর ইহুদিবাদী ইসরাইলের ওপর তেহরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক করা কপটতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। তিনি এই বৈঠকের নিন্দা জানান।

রুশ রাষ্ট্রদূত বলেন, এই কপটতা এবং দ্বিমুখে আচরণ দেখা খুবই বিব্রতকর বিষয়। তিনি আরো বলেন, “আপনারা সবাই ভালো করেই জানেন যে, আন্তর্জাতিক আইন অনুসারে একটা কূটনৈতিক মিশনের ওপর হামলার অর্থ হচ্ছে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যদি পশ্চিমা কোনো মিশন এভাবে হামলার শিকার হতো তাহলে আপনারা পাল্টা হামলা করতে দ্বিধা করতেন না এবং এই কক্ষে তা ন্যায্য বলে প্রমাণ করতেন। কারণ আপনাদের পশ্চিমাদের সমস্ত মিশন এবং সব নাগরিকের জীবন পবিত্র এবং অবশ্যই সুরক্ষিত থাকতে হবে। কিন্তু ইরানের কনসুলেটে হামলার ঘটনা ভিন্নভাবে দেখা হলো যা নিতান্তই বিব্রতকর।”

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার সহকারি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হাদি হাজ রাহিমী-সহ সাতজন কর্মকর্তা শহীদ হন। এই ঘটনা পর থেকেই ইরান বলে আসছিল- তারা এর পাল্টা জবাব দেবে। সেই প্রতিশ্রুতি অনুসারে শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরাইলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালানো হয়। 

এই হামলার পর ইহুদিবাদী ইসরাইল বিষয়টি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানায়। সে কারণে গতকাল এই বৈঠক অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ