গাজার প্রতি সংহতি
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে জোরদার হচ্ছে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানাতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনেরও প্রতিবাদ জানানো হচ্ছে এসব আন্দোলন থেকে।
এর অংশ হিসেবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশাল একটি গ্রুপ ‘গাজা সলিডারিটি এনক্যাম্পমেন্ট’ নামে একটি আন্দোলন গড়ে তুলেছে। আন্দোলনে অংশ নিয়ে শত শত শিক্ষার্থী ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন কোম্পানির সাথে সম্পাদিত নানামুখী চুক্তি বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন মোকাবেলার জন্য কর্তৃপক্ষ গতকাল (সোমবার) সমস্ত ক্লাস স্থগিত করে। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন মোকাবেলার জন্য পুলিশ ডাকে। এতে কয়েকশ শিক্ষার্থীকে পুলিশ ঘেরাও করলে আন্দোলন আরো বৃহত্তরভাবে ছড়িয়ে পড়ে।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ আমেরিকার এমআইটি, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়, মিশিগান এবং ইয়ালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে।
আন্দোলনে অংশ নেয়ার দায়ে গতকাল ইয়ালে বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪৭ জনকে আটক করা হয়। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শৃঙ্খলা-বিরোধী তৎপরতা চালানোর জন্য ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করে বলেছেন, “এসব শিক্ষার্থী বুঝতে চায় না ফিলিস্তিনে আসলে কি হচ্ছে।”
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত অন্তত ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন। এছাড়া, সম্প্রতি গাজার বিভিন্ন স্থানে গণকবর খুঁজে পাওয়া গেছে। এরপরও ইসরাইলের প্রতি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সব রকমের সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন