এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
আটক ইসরাইলি জাহাজের নাবিকদের মানবিক কারণে মুক্তি দিল ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস টিসাকনা
ইরানের পানিসীমা থেকে আটক ইসরাইলি মালিকানাধীন জাহাজ এমএসসি অ্যারিসের সব নাবিককে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। গতমাসে ইরানের একটি আদালতের নির্দেশে জাহাজটি আটক করেছিল এদেশের সশস্ত্র বাহিনী।
আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস টিসাকনার সঙ্গে এক ফোনালাপে একথা জানান। এ সময় বন্দি নাবিকদের ছেড়ে দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান টিসাকনা।
গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালির কাছ থেকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিশেষ নৌবাহিনী এমএসসি অ্যারিস আটক করে। জাহাজটির নাবিকদের মধ্যে এস্তোনিয়ার একজন নাগরিক ছিলেন।
ফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আটক জাহাজটি ইরানের পানিসীমায় প্রবেশ করে নিজের ট্রান্সপোন্ডার বন্ধ করে রেখেছিল যার ফলে সাগরের জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হয়। এ অবস্থায় আদালতের নির্দেশে জাহাজটি আটক করা হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মানবিক কারণে জাহাজটির আটক নাবিকদের কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। তবে তারা যদি এখন ইরানের বিচার বিভাগকে সহযোগিতা করেন তাহলে তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যেতে দেয়া হবে।
ফোনালাপে জাহাজটির নাবিকদের মুক্তি দেয়ায় ইরানকে ধন্যবাদ জানান এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য তিনি বিশ্বের সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।