ইতালি সফরে গিয়ে জানালেন স্টোলটেনবার্গ
ইউক্রেনে সেনা মোতায়েন না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ন্যাটো
ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নেই বলে জানিয়েছেন এই জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তিনি ইতালি সফরের সময় বৃহস্পতিবার দেশটির ‘আনসা’ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
স্টোলটেনবার্গ দাবি করেন, ইউক্রেন তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের কাছে সেনা চায়নি। ন্যাটো মহাসচিব বলেন, “ইউক্রেনে সেনা মোতায়েন করার কোনো অভিপ্রায় ন্যাটোর নেই। গত সপ্তাহে আমি যখন ইউক্রেন সফর করি তখন কিয়েভ ন্যাটোর কাছে সেনা চায়নি, তারা শুধু আরো বেশি সহযোগিতা চেয়েছে।”
ন্যাটোর মহাসচিব এর আগে একাধিকার ইউক্রেনে সেনা মোতায়েন না করার অঙ্গীকার করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ন্যাটো জোট কিয়েভকে কয়েক হাজার কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে।
কিন্তু গত ফেব্রুয়ারি পর্যন্ত ওই জোটের পক্ষ থেকে ইউক্রেনে সেনা মোতায়েন করার কথা বলা হয়নি। ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্রথমবারের মতো এমন একটি সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এমন একটি সম্ভাবনা ‘উড়িয়ে দেয়া যাচ্ছে না।’
চলতি মাসের গোড়ার দিকে ম্যাকরন ওই সম্ভাবনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইনগুলো ভেঙে ফেলতে সক্ষম হয় কিংবা কিয়েভ অনুরোধ জানায় তাহলে দেশটিতে সেনা পাঠাবে ফ্রান্স।
বুধবার (৮ মে) লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইংরিদা সিমোনিতে একই কথার পুনরাবৃত্তি করে বলেন, তার দেশের পার্লামেন্ট ইউক্রেনে সেনা পাঠাতে সম্মতি দিয়ে রেখেছে। তবে আমেরিকাসহ ন্যাটো জোটের বেশিরভাগ দেশ ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১০