জুন ১৫, ২০২৪ ১৬:৫২ Asia/Dhaka
  • পুতিন
    পুতিন

পার্সটুডে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর স্বার্থপরতা এবং ঔদ্ধত্যের ফসল। বিশ্ব এমন এক পরিস্থিতির কাছাকাছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়।

গতকাল (শুক্রবার) তিনি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কৌশলগত পরাজয় চাপানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার কথা উল্লেখ বলে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাম্রাজ্যবাদী অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলে দেশটির পতন অবশ্যম্ভাবী।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, এই সংকট রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে সৃষ্ট সংকট নয় বরং পশ্চিমাদের আগ্রাসী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ন্যাটোর নীতি হলো- একটি দেশকে দোষারোপ করে সেটার বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োগ করা।

পুতিন আরও বলেন, ইউক্রেন-সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে বলে মস্কো আশা করেছিল, কিন্তু মস্কোর সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

ইউরোপে রুশ হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এমন দাবির কোনো ভিত্তি নেই। অস্ত্র প্রতিযোগিতাকে ন্যায্যতা দিতেই এমন দাবি করা হচ্ছে। ইউরোপের জন্য রাশিয়া বিপদ তৈরি করবে না বরং ইউরোপের প্রধান বিপদ হলো আমেরিকা।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ