ইউরোপের  ওপর মার্কিন চাপ অব্যাহত: সুইডেনেও মার্কিন সেনা উপস্থিতির সূচনা
https://parstoday.ir/bn/news/world-i138798-ইউরোপের_ওপর_মার্কিন_চাপ_অব্যাহত_সুইডেনেও_মার্কিন_সেনা_উপস্থিতির_সূচনা
পার্সটুডে-সুইডেন ও মার্কিন সরকারের মধ্যে এক সামরিক চুক্তি স্বাক্ষরের আলোকে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ও  সম্ভবত সেখানকার সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনেও কোনো বাধা নেই।
(last modified 2025-08-03T12:58:15+00:00 )
জুন ১৯, ২০২৪ ২০:৫৯ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

পার্সটুডে-সুইডেন ও মার্কিন সরকারের মধ্যে এক সামরিক চুক্তি স্বাক্ষরের আলোকে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ও  সম্ভবত সেখানকার সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনেও কোনো বাধা নেই।

সুইডেন গত মার্চ মাসে ন্যাটো জোটের সদস্য হয়। ফলে সেখানে মার্কিন সেনা, সাঁজোয়া যান, সামরিক পরিবহন বিমান ও মার্কিন জঙ্গি বিমানগুলো কোনো ধরনের বাধা ছাড়াই বিনা শর্তে চলাচল করতে পারবে। 

বার্তা সংস্থা রাশাটুডের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সুইডেনের সংসদ সম্প্রতি মার্কিন সরকারের সঙ্গে একটি বিতর্কিত সামরিক চুক্তি অনুমোদন করেছে যার আওতায় দেশটির ১৭টি সামরিক ঘাঁটিতে এবং প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতে পারবে মার্কিন সেনারা।

গত ডিসেম্বর মাসে ওই চুক্তি স্বাক্ষর করেন সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। কিন্তু সুইডেনের সংসদে এই চুক্তি সম্পর্কে ভোটাভুটি হলে পক্ষে ২৬৬ ও বিপক্ষে ৩৭ ভোট পড়ে এবং ভোটদানে বিরত ছিলেন ৪৬ জন সাংসদ। 

বামপন্থী দলগুলো ও পরিবেশবাদী দলগুলো এই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই দলগুলো বলছে এই চুক্তিতে এটা স্পষ্টভাবে উল্লেখ থাকা দরকার যে সুইডেন মার্কিন পরমাণু অস্ত্রের মিজবান বা আতিথ্য দানকারী হবে না। 

সুইডেনের গ্রিন পার্টির সদস্য এম্মা বারগিনগার এই চুক্তির প্রতিবাদ জানিয়ে বলেছেন, এতে পরমাণু অস্ত্রের জন্য দরজা বন্ধ করা হয়নি। তিনি বলেছেন, আমি এমন আইন দেখতে চাই যা সুইডেনের মাটিতে পরমাণু অস্ত্রের প্রবেশ বন্ধ করবে।  #

পার্সটুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।