জুন ২২, ২০২৪ ১২:৩৩ Asia/Dhaka
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান
    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, তার দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত থাকবে। তবে চলমান এই ধ্বংসাত্মক নীতি মোকাবেলার বিষয়ে সক্রিয়ভাবে হাঙ্গেরি কাজ করছে। 

গতকাল শুক্রবার কসুত রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পশ্চিমা নীতির প্রকাশ্য সমালোচক অরবান।

তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে পরাজিত করতে চায়। এক্ষেত্রে জার্মানি অতিরিক্ত খেলোয়াড়ের দায়িত্ব পালন করছে। দুঃখজনক হচ্ছে- চলমান যুদ্ধে মারা যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মানুষ এবং নিহতের এই সংখ্যা সম্ভবত বাড়বে। 

ভিক্টর অরবান বলেন, এরই মধ্যে আমরা যুদ্ধের ট্রেনের গতি কমিয়ে দিয়েছি। হাঙ্গেরির সরকার বিদায়ী ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ এবং তার সম্ভাব্য উত্তরসূরি মার্ক রুটের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন জোট যে "মিশন" চালাচ্ছে তাতে বুদাপেস্টকে টেনে আনা হবে না।

অরবান অঙ্গীকার ব্যক্ত করেন, ইউক্রেন যুদ্ধে হাঙ্গেরি সৈন্য, অস্ত্র বা অর্থ দিয়ে অবদান রাখবে না।# 

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ