অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প; ফুটো হয়ে গেছে কান
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে তার নির্বাচনী জনসভায় হামলা হয়েছে এবং কোনো কোনো গণমাধ্যম বলছে, ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে এবং তার ডান কানের কাছ দিয়ে গুলি গেছে। তবে ট্রাম্প নিজে জানিয়েছেন, গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’
গুলি বর্ষণের পরপরই ট্রাম্পকে নির্বাচনী মঞ্চ থেকে সরিয়ে নেয়া হয়। ট্রাম্পের নির্বাচনী সভার সাথে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। তবে, ট্রাম্প গুলি বর্ষণের ঘটনায় আহত হয়েছেন বলেও কোনো কোনো মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। ছবিতে তার ডান কানের কাছে রক্ত দেখা গেছে।
মার্কিন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, গুলি বর্ষণকারী নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হয়েছে। নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে যে, সভায় অংশ নেয়া এক ব্যক্তি নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক সহিংসতার নিন্দা করার জন্য "সবাইকে" আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি ট্রাম্পের সাথে কথা বলবেন।
আমেরিকার ইতিহাস জুড়ে রাজনৈতিক সহিংসতার বহু ঘটনা রয়েছে। ১৯৬৩ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করা হয়। এছাড়া, আরো তিন মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা হয়।
১৯৮১ সালে মার্কিন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান একটি গোলাগুলির ঘটনা থেকে বেঁচে যান। গত দুই দশক ধরে, আমেরিকা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা এবং সহিংস বিক্ষোভ দেখেছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।