ইহুদিদের খৎনার রক্ত ​​চোষা; যৌনাঙ্গে হারপিস সংক্রমণ ও শিশু-মৃত্যু
(last modified Mon, 29 Jul 2024 10:03:38 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১৬:০৩ Asia/Dhaka
  • ইহুদিদের খৎনার রক্ত ​​চোষা; যৌনাঙ্গে হারপিস সংক্রমণ ও শিশু-মৃত্যু
    ইহুদিদের খৎনার রক্ত ​​চোষা; যৌনাঙ্গে হারপিস সংক্রমণ ও শিশু-মৃত্যু

পার্সটুডে-ইহুদি শিশুদের মধ্যে হার্পিস (Herpes) সংক্রমণের বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ সম্পর্কে জানিয়েছে, যারা সুন্নাতে খৎনার আনুষ্ঠানিক আয়োজন করেছে তাদের মাঝে এই হার্পিসের সংক্রমণ ঘটেছে।

সাম্প্রতিক ক'বছরে ইহুদি শিশুদের মাঝে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে। 'মেৎজিতযাহ বেপে' (metzitzah b’peh) নামের ওই খৎনা অনুষ্ঠান করার পর এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। পার্সটুডে আরও জানায় এই খৎনা অনুষ্ঠানের একজন দায়িত্বশীল থাকেন। তাঁকে শিশুর খৎনার ক্ষতস্থান থেকে নিজ মুখে রক্ত চুষে খেতে হয়। খৎনার এই ঐতিহ্য বিশেষ করে অর্থোডক্স ইহুদি সমাজেই পালন করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ইহুদি সম্প্রদায়গুলোতে তথ্য প্রচারের পরিবেশ নেই। সে কারণে গত কয়েক বছরে ওই অনুষ্ঠান করা শিশুদের মধ্যে হারপিস ভাইরাস সংক্রমণের বহু ঘটনা রিপোর্ট করা হয়েছে।

আরও জানা গেছে হারপিস ভাইরাসে আক্রান্তের ঘটনায় বেশ কিছু শিশু মারা গেছে এবং বহু শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইরাসটি আক্রান্তের লালার মাধ্যমে সংক্রমণ ঘটে। প্রাপ্তবয়স্কদের মধ্যেও এর হালকা উপসর্গ দেখা দেয়। তবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে বিকশিত না হওয়ায় তাদের ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

ইহুদি খৎনা অনুষ্ঠান 'মেৎজিতযাহ বেপে'র ছবি

ইসরাইল ছাড়াও নিউইয়র্ক সিটিতে অর্থোডক্স ইহুদিদের একটি বিশাল জনসংখ্যা বাস করে। প্রতি বছর এই মেৎজিতযাহ বেপে পদ্ধতিতে অন্তত ৩ হাজার শিশুর খৎনা করা হয়।

আমেরিকার নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ সম্পর্কে জানিয়েছে, যারা সুন্নাতে খৎনার আনুষ্ঠানিক আয়োজন করেছে তাদের অনেকের মাঝে এই হার্পিসের সংক্রমণ ঘটেছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানায়: খৎনার রক্ত চোষার মাধ্যমে নবজাতকদের মাঝে হার্পিস ভাইরাসের সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। তারা এই ভাইরাসের বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে  চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। সেইসঙ্গে রক্ত চোষা খৎনার বিকল্প কোনো নিরাপদ পদ্ধতি অনুসরণ করারও পরামর্শ দেন। উদাহরণস্বরূপ :তারা বলেন  রক্ত ​​​​মুখ দিয়ে না চুষে কাচের টিউব ব্যবহার করা হলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমতে পারে। যদিও ইহুদি সম্প্রদায় বিকল্প পরামর্শের বিরোধিতা করে এই প্রথা বজায় রাখার ওপর জোর দিচ্ছে।#

তথ্যসূত্র:

NY babies get herpes from Jewish circumcision rite in past 6 months. Times of Israel.4

Neonatal Genital HSV-1 After Jewish Circumcision. National library of medicine.

Babies’ herpes linked to circumcision practice. CNN

Herpes cases among babies linked to ultra-Orthodox Jewish circumcision ritual. Independent.

 

ট্যাগ