ইউরোপীয় ইউনিয়নের প্রতি আস্থা হ্রাসের কিছু কারণ
(last modified Sat, 03 Aug 2024 14:31:51 GMT )
আগস্ট ০৩, ২০২৪ ২০:৩১ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়নের প্রতি আস্থা হ্রাসের কিছু কারণ

পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়ন কমিশন দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ ইউরোপীয় নাগরিক ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে হতাশ। প্রাপ্ত বিভিন্ন খবর ও মতামতে বলা হচ্ছে, বিশ্ব এখন আর ইউরোপীয় ইউনিয়নকে ইতিবাচক দৃষ্টিতে দেখে না।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের দ্বারা পরিচালিত এই সমীক্ষা অনুসারে, মে থেকে নভেম্বরের মধ্যে জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা এগারো শতাংশ কমেছে এবং প্রথমবারের মতো জার্মানির অধিকাংশ নাগরিক (৪৮ শতাংশ) ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের ব্যাপারে হতাশ। পার্সটুডের রিপোর্ট অনুসারে, এস্তোনিয়ার নাগরিকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনাস্থার মাত্রা জার্মানির চেয়ে বেশি । অর্থাৎ ১৩শতাংশ আস্থা কমেছে।

অবৈধ অভিবাসন এবং সস্তা শ্রম আকৃষ্ট করা বড় চ্যালেঞ্জ

জার্মান সংবাদপত্র জানিয়েছে:  ইউরোপীয় ইউনিয়নের প্রতি জার্মান নাগরিকদের আস্থা কমে যাওয়ার কারণ হচ্ছে, এই ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো একটি অভিন্ন ইউরোপীয় অভিবাসন নীতি গ্রহণ করছে না।

একদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করার এবং অন্যদিকে সস্তা শ্রম আকর্ষণের জন্য একটি ফর্মুলা খুঁজে বের করার ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টা সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধের কারণে বছরের পর বছর ধরে নিষ্ফলই রয়ে গেছে।

বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা বৃদ্ধি

মেহর নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছ, শরণার্থী সংকটই একমাত্র সমস্যা নয় যা ইউরোপীয় ইউনিয়নকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে। বরং সমগ্র ইউরোপ জুড়ে জনপ্রিয় রাজনৈতিক দলগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার একটি ভয়ঙ্কর দৃশ্য রয়েছে।

ইউক্রেন সংকট

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের প্রতি বিশ্বব্যাপী অনাস্থার অন্যতম কারণ হলো ইউক্রেন সংকট। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ইউক্রেন সংকট শুরু হয়। যখন এই ইউনিয়ন ধীরে ধীরে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল ঠিক তখনই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ ইউরোপকে নতুন করে সংকটে ফেলে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় দেশগুলোর মধ্যকার মৌলিক পার্থক্য প্রকাশ্যে এনে দিয়েছে এবং অভিন্ন প্রতিরক্ষা নীতি,ভবিষ্যৎ জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং রাশিয়ার ব্যাপারে ইউরোপের সমন্বিত অবস্থান গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয়দের মধ্যে বড় ধরণের ব্যবধান তৈরি হয়েছে।

পশ্চিম এশিয়ার ব্যাপারে দ্বিমুখী নীতি

এ ব্যাপারে তাস বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন যে, ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় চলমান সংকট থেকে বেরিয়ে আসতে ইউরোপের দ্বিমুখী নীতির কারণে তারা আন্তর্জাতিক সমাজের বেশিরভাগ অংশের সমর্থন হারিয়েছে।

জাখারোভা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিতে দ্বিমুখী আচরণ সবসময়ই সমালোচিত হয়েছে। এ কারণে বিশ্বঅঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক মর্যাদা ধ্বংস হয়েছে এবং বিশ্বের বহু দেশের আস্থা হারিয়েছে।

সমন্বয়হীনতা:

অস্ট্রিয়ান সংবাদপত্র "স্ট্যান্ডার্ড" মন্তব্য করেছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে একদিকে তারা অধিকাংশের আস্থা হারিয়েছে অন্যদিকে, আন্তর্জাতিক ইস্যুতে ভূমিকা রাখার ক্ষমতাও কমে এসেছে।

অর্থনৈতিক দুর্বলতা

আরেকটি কারণ যা বিশেষজ্ঞরা স্বীকার করেছেন তা হল, ইউরোজোন অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম।  এর আগে,ইউরোপীয় কমিশন ঘোষণা করেছিল যে ইউরোজোনের অর্থনীতি এই বছর (২০২৪) প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাবে। এর কারণ হল মূল্যবৃদ্ধি এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ সুদের হার।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।