প্যারিস অলিম্পিক, ইসরাইলি প্রচারণা; ক্রীড়ার পেছনের রাজনীতি
(last modified Tue, 06 Aug 2024 04:11:16 GMT )
আগস্ট ০৬, ২০২৪ ১০:১১ Asia/Dhaka
  • প্যারিস অলিম্পিক, ইসরাইলি প্রচারণা; ক্রীড়ার পেছনের রাজনীতি

পার্স টুডে- ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠানরত অলিম্পিক গেমসে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে এমন কিছু ক্রীড়াবিদ অংশ নিয়েছে যারা কিছুদিন আগেও গাজা যুদ্ধে অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

ইসরাইলি ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিকে যতটা না এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে গেছেন তার চেয়ে বেশি তারা ইসরাইলি প্রচারযন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তারা এই ক্রীড়া  ইভেন্টে অংশগ্রহণ করে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ক্ষণিকের জন্য হলেও আড়াল করে দেয়ার চেষ্টা করছেন। প্যারিস অলিম্পিকে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের উপস্থিতির চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে পার্সটুডে ফার্সির বিশ্লেষণ:

১- আরো বেশি হত্যাযজ্ঞের সুযোগ সৃষ্টি করেছে প্যারিস অলিম্পিক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন এক ভিডিও বার্তায় অলিম্পিক উপলক্ষে হলেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজার একটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৩০ ফিলিস্তিনিকে হত্যা ও শতাধিক নিরপরাধ মানুষকে আহত করেছে ইহুদিবাদী সেনারা। অলিম্পিক শুরু হওয়ার পর এমন কোনো দিন যায়নি যেদিন ইসরাইল গাজায় গণহত্যা চালায়নি বরং অলিম্পিকের ডামাডোলের মধ্যে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তেল আবিব।

২- প্রপাগান্ডার সুবিধা করে দিয়েছে অলিম্পিক

ইহুদিবাদী ইসরাইল সব সময় নিজের অপরাধযজ্ঞ ঢেকে রাখার কাজে ক্রীড়াকে ব্যবহার করে এসেছে। এবারে অলিম্পিকে অংশগ্রহণ করে ইসরাইল গাজা উপত্যকায় নিজের অপরাধযজ্ঞকে বৈধতা দিয়েছে। প্যারিস অলিম্পিকে ইসরাইলের উপস্থিতিকে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রপাগান্ডা কৌশলের বিশাল বিজয় হিসেবে অভিহিত করা যেতে পারে।

৩- রাশিয়া ও ইসরাইলের ক্ষেত্রে অলিম্পিক কমিটির (IOC) দ্বৈত নীতি

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়াকে চলমান অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি। কিন্তু গাজা উপত্যকার একাধিক স্টেডিয়ামসহ অন্যান্য ক্রীড়া স্থাপনায় হামলা এবং বহু ফিলিস্তিনি ক্রীড়াবিদকে হত্যা করার পরও আইওসি ইসরাইলকে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর কারণে সারাবিশ্ব থেকে এবারের অলিম্পিকে ইসরাইলকে অংশগ্রহণ করতে না দেয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সে আহ্বানের জবাবে আইওসি দায়সারা বিবৃতি দিয়ে নিজের দায়িত্ব শেষ করেছে। আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, “আমরা রাজনীতিবিদ নই; আমরা অলিম্পিকে যত বেশি সম্ভব ক্রীড়াবিদের অংশগ্রহণ চাই।”

৪- সেনা-ক্রীড়াবিদদের মুখোশ উন্মোচন

প্রকাশিত ছবি ও তথ্য বলছে, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠানরত অলিম্পিক গেমসে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে এমন কিছু ক্রীড়াবিদ অংশ নিয়েছে যারা কিছুদিন আগেও গাজা যুদ্ধে অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এ সম্পর্কে ফ্রিল্যান্স সাংবাদিক করিম জিদান লিখেছেন, প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী ৮৮ জন ইসরাইলি ক্রীড়াবিদের মধ্যে অন্তত ৩০ জন গাজায় ইহুদিবাদী সরকারের গণহত্যাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তবে যুদ্ধবিরোধী মানবাধিকার কর্মীরা প্যারিস অলিম্পিকে ইসরাইলের অংশগ্রহণের তীব্র বিরোধিতা করেছেন। তারা মনে করছেন আমেরিকা ও পাশ্চাত্যের চাপের মুখে আন্তর্জাতিক সমাজ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিতে পারছে না। #

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ