তদন্ত ও বিবৃতি
আল-মাওয়াসিতে মার্কিন ২০০০-পাউন্ড বোমা ও ইসরাইলি অপরাধযজ্ঞ
একটি মানবাধিকার সংস্থার মতে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি উদ্বাস্তুদের টার্গেট করতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে: ইসরাইল গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুসে অবস্থিত আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুকে লক্ষ্যবস্তু করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমা ব্যবহার করেছে।
মঙ্গলবার আল-মাওয়াসি এলাকায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাঁবুতে ইহুদিবাদী দখলদার সেনাদের হামলায় ৬০ জন শহীদ ও ৪০ জন আহত হয়েছেন। এ হামলার ব্যাপক তীব্রতার কারণে শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে জোর আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমস এর আগে অস্ত্র বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী হানাদারদের আক্রমণে সম্ভবত আমেরিকান দু হাজার পাউন্ড ও বোমা ব্যবহার করা হয়েছে। এ অপরাধের বিরুদ্ধে ব্যাপক নিন্দা ও প্রতিক্রিয়া হয়েছে বিশ্বজুড়ে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় খান ইউনুস শহরের তথাকথিত নিরাপদ অঞ্চলে বেসামরিক তাঁবুকে লক্ষ্য করে দখলদার সেনাদের হামলার এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার বলেছেন: জাতিসংঘের মহাসচিব, গাজার বাসিন্দাদের অব্যাহত হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী হামলার নিন্দা জানিয়েছে।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা তথা জাতিগত শুদ্ধি-অভিযান নীতির আরেকটি প্রমাণ বলে অভিহিত করেছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী শাসকদের হামলায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। #
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।