ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শেকড় ঔপনিবেশিকতার গভীরে প্রোথিত
https://parstoday.ir/bn/news/world-i141988
পার্সটুডে-এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিস্ট ও আইনজীবী লরা পাওয়েল একটি টুইটে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন  ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পেছনে উপনিবেশবাদের ভূমিকা উল্লেখযোগ্য।
(last modified 2025-07-10T09:30:35+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১৭:২৩ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শেকড় ঔপনিবেশিকতার গভীরে প্রোথিত

পার্সটুডে-এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিস্ট ও আইনজীবী লরা পাওয়েল একটি টুইটে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন  ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পেছনে উপনিবেশবাদের ভূমিকা উল্লেখযোগ্য।

ইউসিএলএ UCLA বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের একজন মুখপাত্রকে  উদ্ধৃত করে আইনজীবী এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিস্ট লরা পাওয়েল (Laura Powell) লিখেছেন, বিক্ষোভকারীদের চূড়ান্ত লক্ষ্য হল ইসরাইলি বিনিয়োগ ঠেকানোই নয় বরং তারও অনেক উর্ধ্বে। মনে রাখতে হবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ঔপনিবেশিকতার ওপর প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেছেন: এই প্রতিষ্ঠানটি তাই সহজাতভাবেই সহিংস বলে তিনি মন্তব্য করেন।

এই মুখপাত্র আরও বলেন: ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সিস্টেম বিদেশী যুদ্ধ এবং অভ্যন্তরীণ পুলিশি বর্বরতার সাথে সম্পৃক্ত। তিনি এই বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

পাওয়েল সতর্ক করে লিখেছেন: এই বিক্ষোভগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর মৌলিক সমালোচনার বহি:প্রকাশ। ফিলিস্তিনকে সমর্থন করা সেই সমালোচনারই একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।