মার্কিন সৈন্যদের বহিষ্কারের হুমকি হন্ডুরাসের, ইসরাইলে ইয়েমেনি বাহিনীর সফল অভিযান
https://parstoday.ir/bn/news/world-i145634-মার্কিন_সৈন্যদের_বহিষ্কারের_হুমকি_হন্ডুরাসের_ইসরাইলে_ইয়েমেনি_বাহিনীর_সফল_অভিযান
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত অঞ্চলে ২টি সফল ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৫ ১৭:৩১ Asia/Dhaka
  •  মার্কিন সৈন্যদের বহিষ্কারের হুমকি হন্ডুরাসের, ইসরাইলে ইয়েমেনি বাহিনীর সফল অভিযান

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত অঞ্চলে ২টি সফল ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে।

অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা,চীনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাকিস্তানের পারাচিনায় ত্রাণ বহরের ওপর সন্ত্রাসী হামলা,হন্ডুরাস থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের হুমকি,ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসির ১৯তম মহানবী সা মহড়া ইরান এবং বিশ্বের সর্বশেষ কিছু খবর নিয়ে পার্সটুডের আজকের প্রতিবেদন পাঠকদের জন্য পরিবেশন করা হল।  

ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইসরাইলের বিরুদ্ধে ২টি সফল অভিযান চালিয়েছে। প্রথম অভিযানটি অধিকৃত জাফা অঞ্চলের পূর্বে শত্রু ইসরাইলের অধীনে একটি বিদ্যুৎ স্টেশনকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল। পার্সটুডের খবর অনুযায়ী দ্বিতীয় অভিযানটি জাফা-টাইপ ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা এলাকায় শত্রু ইসরাইলের সামরিক অবস্থানকে টার্গেট করে চালানো হয়েছিল।

পূর্ব এশিয়া/ চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন হতাহত

চীনের উত্তরাঞ্চলে একটি বাজারে অগ্নিকাণ্ডে ২৩ জন হতাহত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং এটি নাশকতার চালানোর উদ্দেশ্যে নাকি দুর্ঘটনাবশত ঘটনা সে বিষয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

দক্ষিণ এশিয়া/ পাকিস্তানের পারচিনার ত্রাণ বহরে সন্ত্রাসী হামলা

পাকিস্তানের পারচিনার জনগণের জন্য ত্রাণসামগ্রী বহনকারী গাড়িবহরে হামলা চালিয়েছে একদল সশস্ত্র গোষ্ঠী। শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমে কোররাম উপজাতীয় এলাকার  বেগন এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং এতে অন্তত  নিরাপত্তা বাহিনীর ৪ সেনা নিহত বা আহত হয়েছে বলে জানা গেছে।

মধ্য আমেরিকা/ হন্ডুরাস মার্কিন সৈন্যদের বহিষ্কারের হুমকি দিয়েছে

লাখ লাখ মানুষকে নির্বাসন দেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈরী দৃষ্টিভঙ্গির প্রতিক্রিয়ায় হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন,ওয়াশিংটন আমাদের ভূখণ্ডে কোনো মূল্য পরিশোধ করা ছাড়াই কয়েক দশক ধরে তার সামরিক ঘাঁটি পরিচালনা করে আসছে।" মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লাতিন আমেরিকান নাগরিকদের এই সমস্যা সৃষ্টি করার কারণে আমরা তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

উত্তর আমেরিকা/ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা

আমেরিকার প্রকাশনা নিউজউইক পারমাণবিক ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন অবস্থানে টার্গেট করা সম্পর্কে সতর্ক করে জোর দিয়ে বলেছে যে দেশটি বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার ক্ষেত্রে প্রস্তুত নয়।

পশ্চিম এশিয়া/নাঈম কাসেম: জেনারেল সোলায়মানি ফিলিস্তিনের স্বার্থে প্রতিরোধ অক্ষগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করতেন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলায়মানি এবং ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন বা হাশদ আশ শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন,  শহীদ সোলায়মানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দান করেছিলেন।

হিজবুল্লাহ নেতা আরো বলেন, গোটা অঞ্চলে বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার দুরভিসন্ধিগুলো প্রকাশ করে দিয়েছিলেন ইরানের সন্ত্রাসী বিরোধী কমান্ডার শহীদ সোলায়মানি। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের ওপর আধিপত্য বিস্তারের নেশায় মেতে ওঠা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

অধিকৃত ফিলিস্তিন/ মা'আরিব: নেতানিয়াহু ইসরাইলকে দাস বানিয়েছেন

দখলকৃত অঞ্চলে প্রকাশিত মা'আরিভ সংবাদপত্র ঘোষণা করেছে যে নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থের জন্য এবং ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং এভাবে তিনি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছেন। ফলে তার এই নীতি বন্দীদেরকে বলিদানের দিকে নিয়ে যাবে। মা'আরিভ লিখেছে: নিরাপত্তা ও স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় এমন একটি সুসংগত লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর হওয়ার পরিবর্তে ইসরাইল একটি অন্তহীন যুদ্ধের পরিবেশ তৈরি করেছে যাতে নেতানিয়াহু সরকারের প্রধান হিসেবে দীর্ঘ মেয়াদে থাকতে পারে।

ইউরোপ/ফিলিস্তিনিদের সমর্থনে সুইডেনে বিক্ষোভ

শনিবার বেশ কিছু ফিলিস্তিনি সমর্থক সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেনপ্লেইন এলাকায় বিক্ষোভ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিসহ সেখানে ইসরাইলি হামলা বন্ধ এবং উপত্যকায় মানবিক সাহায্য বাড়ানোর দাবি জানায়।

ইরানে আইআরজিসির ১৯তম মহানবী (সা) সামরিক মহড়া

শনিবার ইরানের উত্তরাঞ্চলীয় রাশত বিমানবন্দর থেকে পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ বিমানবন্দরে মির্জা কোচাখ খানের স্পেশাল বাহিনীর ব্রিগেডকে স্থানান্তরের মধ্য দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল ইউনিটের ১৯তম মহড়া শুরু হয়েছে। এই মহড়া ইরানের পশ্চিমে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সকল বিশেষায়িত ইউনিটের উপস্থিতিতে পরিচালিত হবে। খুব দ্রুততম সময়ে কিভাবে শত্রুর জবাব দেয়া হবে সে বিষয়ে মহড়ায় তুলে ধরা হবে বলে জানা গেছে।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।