শুল্ক যুদ্ধের মাধ্যমে ট্রাম্প আসলে কী চাচ্ছেন?
-
শুল্ক যুদ্ধের মাধ্যমে ট্রাম্প আসলে কী চাচ্ছেন?
পার্সটুডে-পর্যবেক্ষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট চীন ও ইউরোপের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় দিনেই হুমকি দিয়ে বলেছেন: ১ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে মেক্সিকো এবং কানাডায় মাদকদ্রব্য ফেন্টানাইল চালানের কারণে চীনা যে-কোনো পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।
তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির ওপরও একই রকম শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন: ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের ৩৫০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। তারা আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে, সুতরাং তারাও শুল্ক আরোপের অপেক্ষায় দিন গুণতে পারে।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং (Mao Ning) চীনা পণ্যের ওপর ট্রাম্পের শতকরা ১০ ভাগ শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন: আমরা সবসময় মনে করি, বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে কোনও পক্ষই বিজয়ী হয় না। চীন তার জাতীয় স্বার্থ সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মি. নিং সুস্পষ্টভাবে উল্লেখ করেন।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজও সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে তথাকথিত জিরো-সাম গেম বা শুন্য অংকের খেলা হিসাবে বর্ণনা করেছেন।
রাজনীতি বিশ্লেষকগণ মনে করেন যে নতুন মার্কিন প্রেসিডেন্টের অবস্থান এবং তাঁর বক্তব্যগুলো মূলত তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ওয়াশিংটনের ইচ্ছা চাপিয়ে দেওয়ার শামিল। সেইসঙ্গে বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা বলেও মনে করেন বিশ্লেষকগণ।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।