পুরোনো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে: ফাইন্যান্সিয়াল টাইমস
https://parstoday.ir/bn/news/world-i149096-পুরোনো_বিশ্ব_অর্থনৈতিক_ব্যবস্থার_মৃত্যু_হয়েছে_ফাইন্যান্সিয়াল_টাইমস
পার্স টুডে: প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, পুরোনো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে। ফলে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য চীন ও ইউরোপকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৭, ২০২৫ ১৯:১৫ Asia/Dhaka
  • পুরোনো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে: ফাইন্যান্সিয়াল টাইমস
    পুরোনো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে: ফাইন্যান্সিয়াল টাইমস

পার্স টুডে: প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদনে জানিয়েছে, পুরোনো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে। ফলে নতুন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য চীন ও ইউরোপকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।

ফাইন্যান্সিয়াল টাইমস-এর বুধবারের একটি নিবন্ধে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক মার্টিন ওলফ লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো শুধু বুদ্ধিবিবর্জিতই নয়, বরং কোনো সহযোগিতামূলক বিশ্ব ব্যবস্থার জন্যও ধ্বংসাত্মক। তবে কিছু বিশ্লেষক মনে করেন যে, এই ধরনের "গ্লোবালিজম"-এর পতন কাম্য। মার্টিন উল্ফ আরও যোগ করেন, "বড় ও শক্তিশালী রাষ্ট্রগুলোর আধিপত্যে একটি বিশ্ব ব্যবস্থা ভালো হতে পারে—এই ধারণা একেবারেই অবাস্তব ও বিভ্রান্তিকর।"

তিনি আরও উল্লেখ করেন, ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ও ইউরোজোনে যে আর্থিক সংকট দেখা দেয়, তা ছিল বৈশ্বিক ভারসাম্যহীনতার সরাসরি ফল।

মার্টিন ওলফ আরও বলেন, বহু বছর ধরে চীন ও জার্মানির মতো দেশগুলোর রপ্তানি আমদানির চেয়ে বেশি, যার ফলে তাদের বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়েছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বেশি আমদানি করে এবং বাণিজ্য ঘাটতিতে ভুগছে। এভাবেই যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম ঋণী দেশে পরিণত হয়েছে।

প্রতিবেদনের শেষ অংশে মার্টিন ওলফ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রনির্ভর বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা এখন আর কার্যকর নয়। তাই বিশ্ব, বিশেষ করে চীন ও ইউরোপকে এগিয়ে এসে একটি নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।#

পার্সটুডে/এমএআর/৭