ইসরাইলি আগ্রাসনের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i149996-ইসরাইলি_আগ্রাসনের_মধ্যে_তেহরানের_ওপর_ওয়াশিংটনের_নতুন_নিষেধাজ্ঞা
ইরানে-ইসরাইলি আগ্রাসনের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস বা (ওএফএসি )ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২১, ২০২৫ ২০:০৪ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসনের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা

ইরানে-ইসরাইলি আগ্রাসনের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস বা (ওএফএসি )ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য সংবেদনশীল যন্ত্রপাতি সংগ্রহ এবং ট্রান্সশিপমেন্টে জড়িত থাকার জন্য ওএফএসি একজন ব্যক্তি এবং আটটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে আর একটি জাহাজকে ব্লকড সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে।

ওএফসি জানিয়েছে, হংকং-ভিত্তিক ইউনিকো শিপিং কোং লিমিটেডের মালিকানাধীন শান কাই শিন (SHUN KAI XING) জাহাজটি রায়ান রোশদ আফজার কোম্পানি এবং টাউসে সানায়ে নিম রেসানায়ে তারাশে-এর জন্য এই যন্ত্রপাতি বহন করছিল।

বিবৃতিতে বলা হয়েছে,তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন বিমান এবং অস্ত্র কর্মসূচির ভিত্তি স্থাপনকারী সংবেদনশীল দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি, উপাদান এবং যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইরানের যেকোনো প্রচেষ্টা ব্যাহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ।

মার্কিন যুক্তরাষ্টের মিত্র ইসরাইল- ইরানে হামলা চালানোর কয়েকদিন পরই এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হল। গত ১৩ জুন ভোররাতে ইসরাইল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে তেহরানের আবাসিক ভবনসহ ইরানে হামলা চালায়। তাদের টার্গেটিং হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও নিহত হয়।# 
 

পার্সটুডে/জিএআর/২১