'ইসরাইল ধ্বংস হোক' স্লোগান দেয়া বব ভাইলানের মার্কিন ভিসা বাতিলের কারণ
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ব্রিটিশ পাঙ্ক-র্যাপ ব্যান্ড বব হুইলানের ভিসা বাতিল করেছে যারা গ্লাস্টনবারি উৎসবে 'ইসরাইল ধ্বংস' স্লোগান দিয়েছিলেন।
ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে যে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সোমবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'গ্লাস্টনবেরি উৎসবে 'ইসরাইলের ধ্বংস স্লোগানে জনতার নেতৃত্ব দেওয়ার জন্য ওয়াশিংটন ব্রিটিশ ব্যান্ড বব ভাইলানের সদস্যদের ভিসা বাতিল করেছে।'
যুক্তরাজ্যের অন্যতম বড় সংগীত ও সংস্কৃতি উৎসব গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে এ বছর সংগীতের বদলে ইহুদিদের প্রতি ঘৃণার প্রকাশ বেশি দেখা গেছে। উৎসবের মঞ্চে প্রকাশ্যে ইসরাইলবিরোধী এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে হিংসাত্মক স্লোগান দেওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। ফেস্টিভ্যালে অংশ নেওয়া ব্রিটিশ র্যাপার বব ভাইলান তার পারফরম্যান্সের সময় একাধিকবার স্লোগান দিচ্ছিলেন, ‘ডেথ টু দ্য আইডিএফ’ (আইডিএফ নিপাত যাক)। তার সঙ্গে হাজার হাজার দর্শকও এক কণ্ঠে একই স্লোগানে গলা মেলান। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি তদন্তে নেমেছে ব্রিটিশ পুলিশ।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইল-বিরোধী কার্যকলাপের জন্য আক্রমণাত্মকভাবে শিক্ষার্থীদের ভিসা বাতিল করে আসছে। বব ভাইলান হলেন লন্ডন-ভিত্তিক জুটি যারা পাঙ্ক র্যাপ স্টাইলে কাজ করেন এবং প্রায়শই তাদের গানে বর্ণবাদ-বিরোধী বক্তব্য রাখেন। এই বছরের শেষের দিকে ব্যান্ডটির মার্কিন যুক্তরাষ্ট্রে পারফর্ম করার কথা ছিল।#
পার্সটুডে/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।