ব্রিটেনের শীর্ষ ১০০ জনের নামের তালিকায় ইয়াহিয়া
https://parstoday.ir/bn/news/world-i150912-ব্রিটেনের_শীর্ষ_১০০_জনের_নামের_তালিকায়_ইয়াহিয়া
পার্সটুডে- "ইয়াহিয়া" নামটি প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ওয়েলসের শীর্ষ ১০০ জন জনপ্রিয় ছেলেদের নামের তালিকায় স্থান পেয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৪, ২০২৫ ১৭:০০ Asia/Dhaka
  • ব্রিটেনের শীর্ষ ১০০ জনের নামের তালিকায় ইয়াহিয়া
    ব্রিটেনের শীর্ষ ১০০ জনের নামের তালিকায় ইয়াহিয়া

পার্সটুডে- "ইয়াহিয়া" নামটি প্রথমবারের মতো ইংল্যান্ড এবং ওয়েলসের শীর্ষ ১০০ জন জনপ্রিয় ছেলেদের নামের তালিকায় স্থান পেয়েছে।

"মোহাম্মদ" টানা দ্বিতীয় বছর ইংল্যান্ড এবং ওয়েলসে ছেলেদের নামের তালিকায় শীর্ষে রয়েছে, তারপরে "নোভা" দ্বিতীয় স্থানে এবং "অলিভার" তৃতীয় স্থানে রয়েছে, যেমনটি ২০২৩ সালে হয়েছিল। পার্সটুডে অনুসারে, এই বছর ইংল্যান্ড এবং ওয়েলসে শীর্ষ ১০০ মেয়েদের নামের তালিকায় যেসব নতুন নাম স্থান পেয়েছে সেগুলো হল: এলোইস, নোরা, মাইলা, রোজা, অ্যাথেনা, সারা এবং জো। নতুন ছেলেদের নাম হল: অস্টিন, নাথান, ভিনি এবং ইয়াহিয়া।

এই তালিকাটি যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ONS) দ্বারা প্রকাশিত হয়েছে, যা জন্ম সনদ থেকে তথ্য সংগ্রহ করে  হয়েছে।

যুক্তরাজ্য এবং বিশ্বজুড়ে ইহুদি সংখ্যালঘুদের সম্পর্কে সংবাদ প্রকাশ করে এমন একটি সাপ্তাহিক সংবাদপত্র দ্য জুইশ ক্রনিকল, ইংল্যান্ড এবং ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের জন্য ১০০টি জনপ্রিয় নামের তালিকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর শহীদ প্রধানের নাম ইয়াহিয়া নামের জনপ্রিয়তার বিষয়টি তুলে ধরেছে। সংবাদপত্রটি আরো বলেছে, ইয়াহিয়া আগের বছরের তুলনায় র‌্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ এগিয়েছে এবং ২০২৪ সালের মধ্যে যুক্তরাজ্যে ছেলেদের জন্য ৯৩তম জনপ্রিয় নাম হয়ে উঠবে।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।