১০ ঘটনা, ১০ ছবি : তেহরানের মহররম থেকে ফ্রান্সের দাবানল পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i151012
পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা—যার কিছু ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। তেহরানের আজাদি স্কয়ারে মহররমের অনুষ্ঠান থেকে শুরু করে ফ্রান্সের ভয়াবহ দাবানল—এই ফটো ফিচারে রয়েছে।
(last modified 2025-08-08T10:58:14+00:00 )
আগস্ট ০৭, ২০২৫ ১৮:৪৯ Asia/Dhaka
  • মেহর নিউজ এজেন্সি: তেহরানের আজাদি স্কয়ারে মহররম শহর অনুষ্ঠানের আয়োজন
    মেহর নিউজ এজেন্সি: তেহরানের আজাদি স্কয়ারে মহররম শহর অনুষ্ঠানের আয়োজন

পার্সটুডে : বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা—যার কিছু ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। তেহরানের আজাদি স্কয়ারে মহররমের অনুষ্ঠান থেকে শুরু করে ফ্রান্সের ভয়াবহ দাবানল—এই ফটো ফিচারে রয়েছে।

গার্ডিয়ান: স্কটল্যান্ডের "লক নেস" হ্রদে নৌকা চালাচ্ছে একজন পর্যটক
ইউরো নিউজ: ফ্রান্সের বনাঞ্চলে ভয়াবহ দাবানলের একটি ড্রোন থেকে তোলা দৃশ্য
আরটি: ইউক্রেনে লেনিনের শেষ স্মৃতিস্তম্ভ ধ্বংসের চিত্র
ইরনা: ইরানের উরুমিয়ায় নারী জাতীয় রোয়িং দলের প্রশিক্ষণ ক্যাম্প।
ফরাসি বার্তা সংস্থা (এএফপি: বসনিয়ার পূর্বাঞ্চলীয় শহর সারব্রেনিৎসার নিকটবর্তী পোটোচারি গ্রামের স্মৃতিসৌধ কবরস্থানে এক নারী সারব্রেনিৎসা গণহত্যার ৩০তম বার্ষিকীতে মুনাজাত করছেন।
মিডল ইস্ট মনিটর: গাজার শিশুশিল্পীরা তাদের যন্ত্রণার ভাষা প্রকাশ করছেন আঁকাআঁকির মাধ্যমে।
আল জাজিরা ইংলিশ: পাকিস্তানের সিন্ধু বদ্বীপের এক গ্রামে পরিত্যক্ত ঘরবাড়ি
রয়টার্স: ইংলিশ ক্লাব টটেনহ্যামের হয়ে ‘সন হিউং-মিন’-এর বিদায়ী ম্যাচের মুহূর্ত।
গার্ডিয়ান: অস্ট্রেলিয়ার আদিবাসী এক শিল্পী ঘাস দিয়ে ভাস্কর্য তৈরি করছেন।
মেহর নিউজ এজেন্সি: তেহরানের আজাদি স্কয়ারে আয়োজিত ‘মহররম শহর’ নামের এক ধর্মীয় অনুষ্ঠানের চিত্র।

পার্সটুডে/এমএআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।