যুক্তরাষ্ট্রে অর্থনীতিকে রাজনৈতিকিকরণ নিয়ে আশঙ্কা জোরদার হচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i151146-যুক্তরাষ্ট্রে_অর্থনীতিকে_রাজনৈতিকিকরণ_নিয়ে_আশঙ্কা_জোরদার_হচ্ছে
পার্সটুডে- এমন কিছু পরিসংখ্যান প্রকাশের কারণে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত করার ঘটনা এবং ট্রাম্পের অনুগত একজন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করার পর মার্কিন পরিসংখ্যান বিভাগের উপর বিশ্বব্যাপী আস্থা হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।
(last modified 2025-08-13T11:02:43+00:00 )
আগস্ট ১৩, ২০২৫ ১৭:০০ Asia/Dhaka
  • • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- এমন কিছু পরিসংখ্যান প্রকাশের কারণে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত করার ঘটনা এবং ট্রাম্পের অনুগত একজন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করার পর মার্কিন পরিসংখ্যান বিভাগের উপর বিশ্বব্যাপী আস্থা হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে।

এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান পরিস্থিতির বিষয়ে অপ্রীতিকর প্রতিবেদন প্রকাশের কারণে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধানকে বরখাস্ত করার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অর্থনৈতিক পরিসংখ্যানের রাজনীতিকরণ সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছে যা বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ফিনান্সিয়াল টাইমসের মতে, মার্কিন প্রেসিডেন্ট ইজে অ্যান্থনিকে, যিনি তার প্রতি অত্যন্ত অনুগত এবং শুল্ক এবং তার অর্থনৈতিক নীতিকে সমর্থন করেন, তাকে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (BLS) নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন, যা দেশের অর্থনৈতিক নীতির প্রতি অবিশ্বাস, উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

অর্থনীতিবিদ এবং ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের ফেলো অ্যান্থনি ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময় প্রকল্প ২০২৫-এর সাথে জড়িত ছিলেন। প্রকল্প ২০২৫ হল ফেডারেল সরকার পরিবর্তন এবং নির্বাহী ক্ষমতা একীভূত করার জন্য রক্ষণশীল প্রস্তাবগুলির একটি সেট।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দুই সপ্তাহেরও কম সময় আগে ট্রাম্প মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধান এরিকা ম্যাকইন্টারফারকে প্রতারণার অভিযোগে বরখাস্ত করেন। ট্রাম্প বলেন যে তার পছন্দের ব্যক্তি অ্যান্থনির মার্কিন সিনেট কর্তৃক নিশ্চিত হওয়ার প্রয়োজন নেই।

এমনকি অর্থনীতিবিদ এবং ডানপন্থী রাজনীতিবিদরাও মনে করেন, একজন পুতুল এবং অনভিজ্ঞ ব্যক্তি এই মিশন পরিচালনা করতে পারবেন না।

শ্রম পরিসংখ্যান ব্যুরোর ট্রাম্পের নতুন নিযুক্ত অ্যান্থনি, ইলিনয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং মার্কিন রাষ্ট্রপতির নীতির একজন কট্টর সমর্থক, ট্রাম্পের সমালোচকদের "নেতিবাচকতা" এবং "বামপন্থী ক্ষমাপ্রার্থী" হিসাবে বর্ণনা করেন। ট্রাম্পের মতো, তিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জে পাওয়েলকেও সমালোচনা করেছেন, বিশ্বাস করেন যে তিনি চার দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতি ঘটিয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।