পশ্চিমাদের প্রতারণার পুনর্পাঠ
ইনস্টেক্স নামক প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে ইউরোপের প্রতারণা
-
পশ্চিমাদের প্রতারণার পুনপাঠ | ইনস্টেক্স নামক প্রক্রিয়া ব্যবহার করে ইউরোপের প্রতারণা
পার্সটুডে-২০১৮ সালের মে মাসে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে সরে যাবার পর, ইউরোপীয় ত্রয়ী এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে জেসিপিওএ বা পরমাণু সমঝেঝাতায় থাকার বিনিময়ে তেহরানের বিরুদ্ধে আরোপিত ওয়াশিংটনের একতরফা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব নিষ্ক্রিয় করার প্রতিশ্রুতি দেয়।
পার্সটুডে আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর, ইউরোপীয় ত্রোয়িকা এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় থাকতে উৎসাহিত করার জন্য মার্কিন একতরফা নিষেধাজ্ঞার প্রভাব নিরপেক্ষ করার অনেক প্রতিশ্রুতি দেয়। ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় বেশ কয়েকটি সমাধান উপস্থাপনের পর ইউরোপীয়রা অবশেষে SPV (বিশেষ আর্থিক প্যাকেজ) উপস্থাপন করে, যা ছিল ইরানকে ইউরোপ কর্তৃক প্রদত্ত শেষ প্যাকেজ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে পরমাণু সমঝোতার ৪+১ গ্রুপের বৈঠকে, তৎকালীন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মোগেরিনি বলেছিলেন: এই বিশেষ ব্যবস্থার লক্ষ্য হল ইরানের রপ্তানি (তেলসহ) এবং আমদানি সম্পর্কিত অর্থ প্রদান সহজতর করা।
অবশেষে, ইউরোপীয় ত্রোয়িকা ৩১ জানুয়ারী, ২০১৯ তারিখে এক বিবৃতিতে ইরান ট্রেড সাপোর্ট মেকানিজম বা "ইনস্টেক্স"-এর নিবন্ধন ঘোষণা করে। যদিও ধারণা করা হয়েছিল যে ইনস্টেক্স মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করবে এবং পরমাণু সমঝোতা থেকে ইরানের সুবিধা নিশ্চিত করবে, কিন্তু তিন ইউরোপীয় দেশের বিবৃতি প্রমাণ করে যে এটি ছিল একটি ভুল ধারণা। প্রথমত, বিবৃতিতে জোর দেওয়া হয়েছিল যে ইনস্টেক্স মানবিক বাণিজ্য দিয়ে শুরু হবে অর্থাৎ এটি শুধুমাত্র খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের বাণিজ্যকে অন্তর্ভুক্ত করবে।
দ্বিতীয়ত, ইউরোপে ইনস্টেক্স-এর একটি বেসরকারি কোম্পানি হিসেবে নিবন্ধন ইঙ্গিত দেয় যে ইউরোপীয় সরকারগুলো এই প্রক্রিয়াটিকে রাজনৈতিকভাবে সমর্থন করতে ইচ্ছুক নয়। ইনস্টেক্স চালু করার পথে আরেকটি বড় বাধা ছিল অর্থায়ন এবং ইউরোপ থেকে ইরানের সম্ভাব্য ক্রয় নিষ্পত্তির জন্য তহবিলের উৎসের বিষয়টি। ইউরোপীয়রা তেল নিষেধাজ্ঞায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে সমর্থন করেছিল এবং ইরান থেকে আর তেল কেনে নি, তাই ইরান সরকারের ইনস্টেক্স অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য ইউরোপের মাটিতে আর্থিক সংস্থান ছিল না। ইউরোপীয়দের প্রচেষ্টা এখানেই শেষ হয় নি বরং তারা ইনস্টেক্স-এর বিনিময়ে ইরানকে FATF কর্ম পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে বাধ্য করার চেষ্টা করেছিল, যা আসলে কিছুই ছিল না।
৩১শে জুলাই, ২০২০ তারিখে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পর ইউরোপীয়দের খালি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেছিলেন: "ইউরোপীয়দের সর্বশেষ উদ্যোগটি ছিল ইনস্টেক্স নামক একটি বোকা খেলা, যা অবশ্যই বাস্তবায়িত হয়নি। সংক্ষেপে, ইনস্টেক্স হল বিভিন্ন জায়গা থেকে ইরানের পাওনা অর্থ ইউরোপীয়দের কাছে পাঠাবে, এবং তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ইরানে পাঠাতে পারবে; এটিই ইনস্টেক্স এর অর্থ। এটি ছিল একটি ক্ষতিকারক ও ভুল কাজ, এবং অবশ্যই তারা তা করে নি।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।