ফরাসি সেনা উপস্থিতির নিন্দা জানাল লিবিয়া সরকার
https://parstoday.ir/bn/news/world-i15184-ফরাসি_সেনা_উপস্থিতির_নিন্দা_জানাল_লিবিয়া_সরকার
লিবিয়ার ঐক্যমত্যের সরকার দেশটিতে ফরাসি সেনা উপস্থিতির কঠোর নিন্দা করেছে। লিবিয়ায় ফরাসি সেনারা অভিযান চালাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ নিন্দা জানানো হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ২১, ২০১৬ ১৩:০৯ Asia/Dhaka
  • ফরাসি বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে জড়ো হয়েছে লিবিয়াবাসীরা
    ফরাসি বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে জড়ো হয়েছে লিবিয়াবাসীরা

লিবিয়ার ঐক্যমত্যের সরকার দেশটিতে ফরাসি সেনা উপস্থিতির কঠোর নিন্দা করেছে। লিবিয়ায় ফরাসি সেনারা অভিযান চালাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ নিন্দা জানানো হলো।

লিবিয়ায় বুধবার এক অভিযানের সময় ফ্রান্সের তিন সেনার নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়। উপকূলীয় নগরী বেনগাজির দক্ষিণে মাগরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ সব ফরাসি সেনা প্রাণ হারায়।

লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার  বা জিএনএ ফরাসি সেনার উপস্থিতিকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি বিবৃতিতে দায়েশ বিরোধী লড়াইয়ে যেকোনো বন্ধু দেশের সহযোগিতাকে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করা হয়। অবশ্য, বিবৃতিতে পরিষ্কার ভাষায় জানানো হয়েছে, লিবিয়া সরকারের অনুরোধের ভিত্তিতেই এ ধরণের সহযোগিতা করতে হবে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২১