পশ্চিমাদের ওপর প্রতিশোধ নেওয়ার কোনও আগ্রহ নেই: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i151850-পশ্চিমাদের_ওপর_প্রতিশোধ_নেওয়ার_কোনও_আগ্রহ_নেই_ল্যাভরভ
পার্সটুডে-মস্কোতে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন শীঘ্রই ইরানে রাশিয়ার গ্যাস রপ্তানি শুরু করা হবে।
(last modified 2025-09-10T13:41:41+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৫ ২০:২০ Asia/Dhaka
  • মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি
    মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি

পার্সটুডে-মস্কোতে ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন শীঘ্রই ইরানে রাশিয়ার গ্যাস রপ্তানি শুরু করা হবে।

 

মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আরও বলেছেন: যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তারই ভিত্তিতে, শীঘ্রই ইরানে রাশিয়ার গ্যাস রপ্তানি করা হবে। পার্সটুডে আরও জানায়, বেশিরভাগ চুক্তি এবং অবকাঠামো তৈরি করা হয়েছে এবং গ্যাসের দাম সম্পর্কে কেবল সমঝোতা প্রয়োজন। আমরা যদি এই সমঝোতায় পৌঁছাই, তাহলে আমরা আশা করি রাশিয়ার গ্যাস শীঘ্রই ইরানে প্রবেশ করবে এবং শীতকালে গ্যাস ভারসাম্যহীনতার সমস্যা, বিশেষ করে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য, সমাধান হবে।

 

পশ্চিমাদের উপর প্রতিশোধ নেওয়ার কোনও আগ্রহ নেই রাশিয়ার: লাভরভ

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন পশ্চিমা দেশগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার কোনও পরিকল্পনা বা আগ্রহ তার দেশের নেই। সেইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন: রাজনৈতিক চাপের কারণে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্নকারী সংস্থাগুলোর সাথে মস্কো আবার সহযোগিতা করতে প্রস্তুত। ল্যাভরভ জোর দিয়ে বলেন যে রাশিয়ায় ফিরে আসা পশ্চিমা কোম্পানিগুলোকে দেশের সম্ভাব্য ঝুঁকির জন্য পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন:: "আমরা একটি ছোট গ্রহে বাস করি এবং আমরা কোনও দেয়াল নির্মাণ করতে চাই না কারণ বার্লিন প্রাচীরের মতো দেয়াল নির্মাণ পশ্চিমা দেশগুলোর স্টাইল ছিল।#

পার্স টুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।