ইরানের প্রতিরক্ষামন্ত্রী: বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে
https://parstoday.ir/bn/news/world-i152026-ইরানের_প্রতিরক্ষামন্ত্রী_বিশ্ব_একটি_নতুন_ব্যবস্থা_প্রতিষ্ঠার_জন্য_লড়াই_করছে
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,  ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে বিরাজমান দ্বিমেরু কেন্দ্রীক ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে রয়েছে।
(last modified 2025-09-16T11:16:10+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১০:২২ Asia/Dhaka
  • রানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ
    রানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ

পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,  ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে বিরাজমান দ্বিমেরু কেন্দ্রীক ব্যবস্থা ভেঙে পড়ে এবং বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সোমবার তেহরানে সপ্তম আন্তর্জাতিক বই প্রদর্শনী "শান্তি ও প্রতিরক্ষা" শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার বিভিন্ন তত্ত্বের কথা উল্লেখ করে বলেন: গত ৩০ বছরে বিশ্বে অসংখ্য যুদ্ধের কারণ হল একটি একমেরু বিশ্ব তৈরির তত্ত্ব যা বিশ্বের একপক্ষের উপর চাপ সৃষ্টি করে, কিন্তু অন্যপক্ষ তা প্রতিরোধ করে। পার্সটুডে অনুসারে, তিনি আরো বলেন: ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বিশ্বে বিরাজমান দ্বিমেরু স্থান ভেঙে পড়ে এবং বিশ্ব একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে রয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী একমেরু ব্যবস্থাকে বিশ্বের জন্য ষড়যন্ত্র বলে মনে করেন এবং এ সম্পর্কে আরো বলেন,  আফগানিস্তান, ইরাক, ইউক্রেনের যুদ্ধ এবং সিরিয়ার মতো পশ্চিম এশীয় অঞ্চলে সংঘটিত যুদ্ধ এবং কুখ্যাত ইহুদিবাদী শাসনব্যবস্থার আক্রমণ পর্যালোচনা করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই যুদ্ধগুলো মার্কিন পররাষ্ট্রনীতি পরিচালনায় রাজনৈতিক দখলদারিত্বের পাশাপাশি বিশ্বে একমেরু ব্যবস্থা তৈরি করতে চাওয়া পশ্চিমাদের হাতে একটি হাতিয়ার হিসেবেও বিবেচিত হয়।

ক্রেমলিন: ন্যাটো কার্যত রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) কার্যত রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত কারণ তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইউক্রেনকে সমর্থন করে। তিনি আরো বলেন: এটি একটি "স্পষ্ট" সত্য এবং এর জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই।

দোহা শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতি

সোমবার দোহায় তাদের শীর্ষ সম্মেলনের শেষে আরব-মুসলিম নেতারা কাতার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন, এটিকে "কাপুরুষোচিত এবং অবৈধ আক্রমণ" বলে অভিহিত করেছেন যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছেন: গাজা সংকটে মধ্যস্থতার ভূমিকা পালনকারী একটি নিরপেক্ষ স্থানে আক্রমণ কেবল আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনই নয় বরং শান্তি অর্জনের বিশ্বব্যাপী প্রচেষ্টার ক্ষেত্রেও একটি গুরুতর বাধা।

আলবানজে: গাজায় নিহতদের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের ১০ গুণ বেশি

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানজে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন: গাজায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা ৬৫,০০০, যাদের ৭৫ শতাংশেরও বেশি নারী ও শিশু কিন্তু বাস্তবে আমাদের এই সংখ্যাটি ৬৮০,০০০ বলে মনে করা উচিত, কারণ কিছু গবেষক এবং বিজ্ঞানী এই সংখ্যাটিকে গাজায় নিহতদের প্রকৃত সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।

মাদুরো: রুবিও মৃত্যুর কর্তা

ফ্রান্স ২৪ অনুসারে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে "মৃত্যু ও যুদ্ধের কর্তা" বলে অভিহিত করেছেন। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মাদক বহনকারী সন্দেহে ভেনেজুয়েলার মালিকানাধীন একটি নৌকায় সাম্প্রতিক মারাত্মক হামলার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন: "কারাকাস আত্মরক্ষার তার বৈধ অধিকার সম্পূর্ণরূপে প্রয়োগ করবে।"

নেতানিয়াহু: আমরা অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি

রয়টার্স জানিয়েছে: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিরল স্বীকারোক্তিতে স্বীকার করেছেন যে সরকার অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে। তিনি আরো বলেন: "আন্তর্জাতিক প্রচারণা বর্তমানে ইসরায়েলকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।"#

পার্সটুডে/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।