ইরানকে মডেল হিসেবে অনুসরণ করার আহ্বান বুরকিনা ফাসোর চিন্তাবিদের
https://parstoday.ir/bn/news/world-i152188-ইরানকে_মডেল_হিসেবে_অনুসরণ_করার_আহ্বান_বুরকিনা_ফাসোর_চিন্তাবিদের
পার্সটুডে - বুরকিনা ফাসোর আন্দিমশান্দ জোর দিয়ে বলেন যে ইরানের মতো যদি সকল মুসলিম ফিলিস্তিনের ব্যাপারে (ফিলিস্তিনের মুক্তির জন্য) একটি অবস্থান নেয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে এই লক্ষ্য অর্জিত হবে। ইরান বিশ্বের সকল মুসলিম এবং মুক্ত মানুষের জন্য একটি মডেল এবং আমাদের তার উদাহরণ অনুসরণ করা উচিত।
(last modified 2025-09-22T06:21:01+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১৭:৫০ Asia/Dhaka
  • ইরানকে মডেল হিসেবে অনুসরণ করার আহ্বান বুরকিনা ফাসোর চিন্তাবিদের

পার্সটুডে - বুরকিনা ফাসোর আন্দিমশান্দ জোর দিয়ে বলেন যে ইরানের মতো যদি সকল মুসলিম ফিলিস্তিনের ব্যাপারে (ফিলিস্তিনের মুক্তির জন্য) একটি অবস্থান নেয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে এই লক্ষ্য অর্জিত হবে। ইরান বিশ্বের সকল মুসলিম এবং মুক্ত মানুষের জন্য একটি মডেল এবং আমাদের তার উদাহরণ অনুসরণ করা উচিত।

পার্সটুডে অনুসারে, আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর একজন ইসলামি পণ্ডিত এবং চিন্তাবিদ "আবদুল্লাহ ড্রাগো" ইসলামী জাতির মধ্যে ইসলামি ঐক্য অর্জনের উপায় সম্পর্কে বলেছেন, ইসলামী জাতির ঐক্য সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে মুসলমানদের ঐক্যবদ্ধ ও সংহত হতে এবং বিভেদ ও বিভাজন এড়াতে নির্দেশ দিয়ে বলেছেন,  ইরান ইসলাম ও মুসলমানদের সেবায় একটি প্রভাবশালী দেশ এবং সর্বদা মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির জন্য প্রচেষ্টা করে এবং প্রতি বছর আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন আয়োজন করা একটি কারণ এবং লক্ষণ যে ইরান ইসলামী জাতির মধ্যে ঐক্য অর্জনের জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে।

ইয়েমেনি সেনাবাহিনী: শত্রুর উপর যন্ত্রণাদায়ক আঘাত হানার ক্ষমতা এবং উপায় আমাদের আছে

ইয়েমেনি জনগণের বিপ্লবের বিজয় বার্ষিকীতে এক যৌথ বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি এবং মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল-ঘাম্মারি বলেছেন যে আমরা শত্রুর প্রতি যন্ত্রণাদায়ক জবাব দেব এবং ঘোষণা করেছেন,  সমস্ত শত্রু, এবং সর্বোপরি অপরাধী ইহুদিবাদী শাসনব্যবস্থা এর সমস্ত দাম্ভিক সমর্থক এবং সমস্ত বিশ্বাসঘাতকদের জানা উচিত যে আমরা একটি উন্নত, শক্তিশালী, যুগোপযোগী এবং আধুনিক সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছি যা মাতৃভূমি এবং ইসলামি জাতির পবিত্রতা রক্ষা করতে সক্ষম।

"সোবরা" সভায় ইসরায়েলি শাসনব্যবস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে মরক্কোর নাগরিকরা ক্ষুব্ধ

"বিশ্ব নারী শান্তি ফোরাম" সভায় ইসরায়েলি দখলদার সরকারের প্রতিনিধিদের উপস্থিতির নিন্দা জানাতে মরক্কোর নাগরিকরা এই দেশে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ করেছে। সোবরা শহরের কেন্দ্রস্থলে আল-জাহরা অ্যাসোসিয়েশন (নারী-বেসরকারি সংস্থাগুলির একটি জোট) এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ধরে ইহুদিবাদী সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার বিরোধিতা প্রকাশ করে।

সিনাইয়ে মিশরের সামরিক তৎপরতা নিয়ে ইসরায়েলি সরকার উদ্বিগ্ন

সিনাই উপদ্বীপে মিশরের সামরিক অবকাঠামো বৃদ্ধির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে কায়রো এই প্রক্রিয়া অব্যাহত রাখতে না পারে সেজন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে সিনাইয়ে মিশরের সামরিক স্থাপনা উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে গাজায় যুদ্ধ অব্যাহত থাকাকালীন সময়ে। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন যে "সিনাইয়ে মিশর যা করছে তা খুবই গুরুতর এবং তেল আবিব গভীরভাবে উদ্বিগ্ন।"#

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।