আমেরিকার মোকাবেলায় আত্মরক্ষা আমাদের পবিত্র কর্তব্য: ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i152872-আমেরিকার_মোকাবেলায়_আত্মরক্ষা_আমাদের_পবিত্র_কর্তব্য_ভেনিজুয়েলা
পার্সটুডে-ভেনেজুয়েলা ঘোষণা করেছে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা তাদের একটি পবিত্র কর্তব্য।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১১, ২০২৫ ১৯:৩৭ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা
    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও জাতিসংঘের প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা

পার্সটুডে-ভেনেজুয়েলা ঘোষণা করেছে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা তাদের একটি পবিত্র কর্তব্য।

মার্কিন সরকার বারবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং উর্ধ্বতন কর্মকর্তাদের "কার্টেল অব দ্য সান্স" নামে পরিচিত গোষ্ঠীর সাথে যুক্ত করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করার জন্য কারাকাসকে অভিযুক্ত করেছে। অতএব, মার্কিন যুক্তরাষ্ট্র মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার দাবি করে ক্যারিবিয়ান সাগরে তার বাহিনী পাঠিয়েছে। ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধি স্যামুয়েল মুনকাডা শুক্রবার ক্যারিবিয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ এবং সামরিক পদক্ষেপের নিন্দা করেছেন এবং বলেছেন যুদ্ধের ক্ষেত্রে, দেশ রক্ষা করার জন্য কারাকাসের একটি "পবিত্র কর্তব্য" রয়েছে।

মুনকাডা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে "১০,০০০ এরও বেশি সামরিক কর্মী, যুদ্ধবিমান, মিসাইল ডেস্ট্রয়ার, স্ট্রাইক ফোর্স এবং এমনকি একটি পারমাণবিক সাবমেরিন" মোতায়েন করেছে। তিনি আরও বলেন যে, ক্যারিবিয়ান সাগরে আমেরিকা চারটি ছোট নৌকায় আক্রমণ করে ক্রুদের হত্যা করে, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিল এবং কোনও হুমকি ছিল না। মুনকাডা জোর দিয়ে বলেন যে এটি আত্মরক্ষার জন্য নয় বরং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।

 

মার্কিন সামরিক উপস্থিতি ভেনিজুয়েলার সাথে উত্তেজনা বাড়িয়েছে: জাতিসংঘ

অন্যদিকে, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল মিরোস্লাভ জেনেকা ভেনিজুয়েলার উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন: এই সামরিক উপস্থিতি দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং জাতিসংঘ উত্তেজনা হ্রাস, গঠনমূলক সংলাপ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

 

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছেন: মাদুরো আমেরিকান ন্যায়বিচার থেকে পলাতক!

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছেন: মাদক কার্টেলরা আমেরিকাকে ধ্বংস করতে চাইছে এবং আমেরিকা নিজেকেসহ অন্যদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে। তিনি দাবি করেছেন: প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং মাদুরো আমেরিকার ন্যায়বিচার থেকে পালিয়ে বেড়াচ্ছে।

 

রাশিয়া আমেরিকাকে মুক্ত পানিসীমায় " কাউবয় গুলি" করার জন্য অভিযুক্ত করেছে

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায়ও বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। ক্যারিবিয়ান সাগরে বেশ কয়েকটি বেসামরিক নৌকার ওপর ওয়াশিংটনের হামলাকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মস্কোর নিন্দা জানিয়ে তিনি আরও বলেন: "মানুষ বহনকারী নৌকাগুলোকে মুক্ত পানিসীমায় কেবল বিচার বা তদন্ত ছাড়াই গুলি করা হয়েছিল। প্রথমে গুলি করার কাউবয় নীতি অনুসারে করা হয়েছিল।" নেবেনজিয়া বলেন: "এখন আমাদের বিশ্বাস করতে বলা হচ্ছে যে সেই নৌকাগুলোতে অপরাধীরা ছিল।"

 

আমরা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করি: চীন

এই বিষয়ে, নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি ফু কং জোর দিয়ে বলেছেন: বেইজিং ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যে কোনও বিদেশী হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং যে কোনও অজুহাতে সামরিক হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে মনে করে।

 

কারাকাসে হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে ফেলবে: মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক

এদিকে, স্টিমসন সেন্টার এক প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে যে ভেনিজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের যেকোনো সামরিক পদক্ষেপ একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তেমনি ল্যাটিন আমেরিকায় তার অবস্থান আরও দুর্বল করে দিতে পারে। থিঙ্ক ট্যাঙ্কের মতে, মার্কিন সরকারের আক্রমণাত্মক মনোভাব কেবল অলাভজনকই নয় বরং এই অঞ্চলকে অস্থিতিশীল করার এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অবস্থানকে শক্তিশালী করার ঝুঁকিও রয়েছে।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।